Tea Leaves Benefits : চা বানানোর পর ভুলেও ফেলবেন না পাতাগুলি, ব্যবহার করুন একাধিক কাজে

।। প্রথম কলকাত।।

Tea Leaves Benefits: শীতকালে ঠান্ডার মধ্যে দিনে বেশ কয়েকবার গরম চায়ের কাপে চুমুক দিতে খুব একটা খারাপ লাগে না। তবে শুধুমাত্র শীতে নয় এমন বহু পরিবার রয়েছেন যারা সারা বছর দিনে দু-তিনবার চা পান করতে ভালোবাসেন। সেই সমস্ত বাড়িতে প্রতিদিন যে চা হবেই এটা জানা কথা। কিন্তু চা (Tea) তৈরি করার পর যে পাতাগুলি পড়ে থাকে সেগুলি কি বাইরে ফেলে দেন? যদি বাইরে ফেলে দিয়ে থাকেন তাহলে আজ থেকে তা করা বন্ধ করে দিন। কারণ ওই চা পাতাগুলো আপনার আরও একাধিক কাজে লাগতে পারে । রূপচর্চা থেকে শুরু করে ফার্নিচার পরিষ্কার সবকিছুতে রয়েছে চা পাতার ব্যবহার ।

১. এয়ার ফ্রেশনার : চা পাতার ( Tea Leaves) একটা সুন্দর গন্ধ রয়েছে। অনেকেই কার্পেট অথবা ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য চা পাতা ব্যবহার করে থাকেন। আপনিও চা হয়ে যাওয়ার পর সেই পাতা শুকিয়ে একটি কাগজের ব্যাগের ভরে এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন।

২. গাছের সার : চা তৈরি করার পর যে পাতাগুলি পড়ে থাকে সেগুলি কিন্তু আপনার গাছের জন্য দারুন সার হতে পারে । তবে ওই চা পাতাগুলিকে কখনই ভিজে রাখা যাবে না। রোদ আসবে এরকম জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিন। একেবারে শুকনো হয়ে গেলে মাটিতে ছড়িয়ে দিন চা পাতা গুলি । এটাই আপনার গাছকে পুষ্টি দেবে।

৩. আন্ডার আই ট্রিটমেন্ট : অনেকেরই অভ্যাস টি ব্যাগ ব্যবহার করে চা পান করার । আপনার চা পান করার পরে সেটি ব্যাগটিকে জলের মধ্যে ভিজিয়ে নিন। আর তারপর সেটি চোখের উপরে দিয়ে রাখুন। এতে আপনার ক্লান্তি ( Tiredness) দূর হবে। রাত জেগে যদি পড়াশোনা কিংবা কাজ করে থাকেন তাহলে অনেক আরাম পাবেন এই ব্যাগ চোখের উপর রাখলে।

৪. বাথ টি ( Bath Tea) : চা পাতা দিয়ে স্নান! শুনতে কিছুটা অন্যরকম লাগলেও এই বিষয়টা কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চা পান করার পরে টি ব্যাগটি আপনি ধুয়ে স্নানের জলে ডুবিয়ে রাখতে পারেন বেশ কিছুক্ষণ। সেই জল দিয়ে স্নান করলে ফ্রেশ অনুভূতি পাবেন।

৫. বাসন পরিষ্কার : আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কড়াই কিংবা বাসন রয়েছে যেগুলি তেলচিটে হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সেইসব বাসনকে চকচকে করে পরিষ্কার করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবে আপনি যদি এক্ষেত্রে চা পাতা বা টি ব্যাগ ব্যবহার করেন তাহলে সেই চিটচিটে ভাব দূর হবে সহজে। শুধু সারারাত ওই বাসনের মধ্যে চা পাতা দিয়ে রাখতে হবে । আর তারপর বাসন মাজার সময় ঢেলে দিতে হবে কিছুটা গরম জল।

৬. কন্ডিশনারের বিকল্প : আপনি চা পাতা ভেজানো জলকে কন্ডিশনারের ( Conditioner) বিকল্প হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারেন । এতে চুল নরম এবং উজ্জ্বল হয়।

৭. ফার্নিচার পরিষ্কার : কালো চায়ের পাতা কাঠের ফার্নিচারের ( Furniture) উপর বুলিয়ে নিন । আর তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে সেটি চকচকে হয়ে যাবে । কিন্তু মনে রাখবেন একেবারে ভিজে চায়ের পাতা ফার্নিচারের উপর ঘষবেন না। তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version