Vladimir Putin: পুতিনকে হত্যার বোকামি করবেন না জেলেনস্কি! ক্রেমলিনের খেলা বুমেরাং হয়ে গেল?

।। সুচিত্রা রায় চৌধুরী ।।

Vladimir Putin: পুতিনকে প্রাণে মারার এমন বোকা ষড়যন্ত্র সত্যিই কি করলেন জেলেনস্কি? কোথায় লুকিয়ে আছেন ভ্লাদিমীর পুতিন? জেলেনস্কির ওপর বড় হামলা যখন তখন করে দেবে মস্কো। শেষে ইউক্রেন ছেড়ে পালাতে হলো জেলেনস্কিকে। পৃথিবীর সবথেকে সুরক্ষিত গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে হামলা।

পুতিনকে প্রাণে একেবারে শেষ করে দেওয়ার ছকটা ইউক্রেনের ছিল নাকি ছিল রাশিয়ারই? রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বিস্ফোরক বয়ান জেলেনস্কির প্রাণ নেওয়ার ইউরোপের ফিনল্যান্ডে বর্তমানে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যখন তখন হতে পারে বড় হামলা। গোটা বিশ্ব এখন চর্চা করছে একটা বিষয়েই যে পুতিনকে শেষ করার এই প্ল্যান আসলে কার? আন্তর্জাতিক মহল কেন সহমত হচ্ছে না যে এই হামলা ইউক্রেন করতে পারে? তাদের দাবি রীতিমত জটিল করে তুলছে বিশ্লেষণ।

একটা কথা ভাবুন তো পৃথিবীর সবথেকে সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ ক্রেমলিন প্যালেসে শুধুমাত্র দুটো ফাইটার ড্রোন দিয়ে হামলা করতে চাইবে ইউক্রেন? নিরাপত্তার শীর্ষে থাকা পুতিনকে কি এভাবে আদৌ হত্যা করা সম্ভব? আন্তর্জাতিক মহল বলছে মস্কোর এমন দাবির নেপথ্যে অন্য চাল করছে সম্ভবত। ক্রেমলিনে ড্রোন হামলার খবর হতেই ইউক্রেন দাবি করে এই হামলায় তাদের হাত নেই। এদিকে ন্যাটোর দাবি এবার এই অজুহাতেই সমুদ্রের তলায় থাকা ইউরোপের গ্যাস ও তেলের পাইপলাইনে হামলা করবে রাশিয়া।

ইউক্রেন এধরণে হামলা করার আগে বহুবার ভাববে কারণ বিশেষজ্ঞদের প্রথম দাবি, কতটা সুরক্ষিত গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস? ক্রেমলিন এমন একটা জায়গা যেখান থেকে গোটা রাশিয়াকে পরিচালনা করা হয়। ২১ ফুট চওড়া দেওয়াল সুরক্ষিত রাখে ক্রেমলিনকে। এর ভিতরে ২০টা টাওয়ার আছে। সবথেকে উন্নত র‍্যাডার রয়েছে সেখানে একটা মাছিও ঢোকা সম্ভব নয়। ৭০০র বেশি রুম তবে স্পেশাল অ্যাপার্টমেন্ট রয়েছে পুতিনের জন্য। দুনিয়ার সবথেকে সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা হল গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস।

বিশেষজ্ঞদের দাবি, যে দুটো ড্রোন ক্রেমলিনের ওপর এসে বিস্ফোরণ ঘটায়। সে দুটো ফাইটার ড্রোন ছিল বলে খবর। এর মানে তাতে খতরনাক মিশাইল বা বিস্ফোরকে ঠাসা থাকে বা এর ব্লেড এমনই ধারালো হয় যা নিশানাকে শেষ করে দেয়। কিন্তু বিস্ফোরণে যে ছবি ধরা পড়েছে তাতে মনে হচ্ছে না কোনও বিস্ফোরক এতে ছিল।থাকলে আরও বড় ধরণের বিস্ফোরণ হত ক্রেমলিনের ওপর। একইসঙ্গে কূটনৈতিক মহলের দাবি, একটা মূর্খামির পরিচয় দেবেন জেলেনস্কি? গোটা বিশ্বে জনপ্রিয় জেলেনস্কি এতটা বোকামি করবেন না। অস্ত্রের টান থাকা ইউক্রেনের। যদি সত্যিই পুতিনকে শেষ করার প্ল্যান থাকত তাহলে সেটা হত অনেক বেশি ফুলপ্রুফ। যাতে এ বিশ্ব কোনওদিন জানতে না পারে পুতিনের মৃত্যুর নেপথ্যে দায়ি কে? সন্দেহ করলেও যাতে কোনও প্রমাণ না থাকে।

বিশ্লেষকদের একাংশের দাবি, হয়ত রাশিয়াই এই হামলা করিয়েছে কারণ যুদ্ধ এখন যে পরিস্থিতিতে তাতে রাশিয়া ইউরোপের ওপর সরাসরি প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু তার জন্য প্রয়োজন একটা মজবুত গ্রাউন্ডের। আর পুতিনের প্রাণের থেকে বড় কারণ কী বা হতে পারে। কূটনীতিবিদদের মতে, এবার রাশিয়ার কাছে পাল্টা বড় হামলা বা জেলেনস্কির বাসভবনেই সরাসরি হামলার বড় একটা সুযোগ তৈরি হয়ে গেল।

এমূহুর্তে পুতিন কোথায় আছেন জানেন? সূত্রের খবর, মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি বাঙ্কারে একেবারে সুরক্ষিত রয়েছেন পুতিন। এবার মস্কোর নেক্সট স্টেপ কি হয় সেটাই দেখার৷ পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তাতে কোনও সন্দেহ নেই৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version