Dona Ganguly at KIFF: কিফের উদ্বোধনী অনুষ্ঠানে ডোনার নাচ! নতুন আর কী চমক থাকছে চলচ্চিত্র উৎসবে?

।। প্রথম কলকাতা ।।

Dona Ganguly at KIFF: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারই এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকে নতুন নতুন চমক। এবারে নতুন কী থাকবে? তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে চারিদিকে। আগেই জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলী। এবার ‘অন্য সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যে নৃত্যানুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে তার জন্য প্রস্তাব গিয়েছে সৌরভ-পত্নী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে।

উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২২ ডিসেম্বর। এবারে ৫২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন উৎসবে। যার কথা আগেই জানিয়েছেন মাননীয়া। ২৮তম বর্ষে পদার্পণ করেছে KIFF। ২০১৯-এর পর এইবার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে দেখা যাবে শাহেনশাহকে। আর যেই নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হবে তার প্রস্তাব দেওয়া হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়কে। প্রতিবেদন অনুযায়ী, সম্মতি দিয়েছেন তিনি। বরাবর এই অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে আগ্রহ, উন্মাদনা লক্ষ্য করা যায়।

অতীতে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া সহ টলিউডের জনপ্রিয় নায়কদের দেখা গিয়েছে। এবার কি অন্য কাউকে সঞ্চালনার জন্য ভাবছে কর্তৃপক্ষ? নাকি ফের মাইক হাতে দেখা যাবে জুন মালিয়াকে! রিপোর্ট অনুযায়ী এবারে সঞ্চালনার জন্য এমন এক অভিনেতার কথা ভাবা হচ্ছে, যে বলিউডেও কাজ করেছেন। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রত্যেক বছরই চলচ্চিত্রের এই মহাসমাগমে বলি তারকদের পাশাপাশি হাজির হন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, আবির, কোয়েল মল্লিক, নুসরাত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মত নামিদামি তারকারা হাজির থাকেন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। সেইসঙ্গে উপস্থিত থাকেন চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। হাজির থাকেন জনপ্রিয় সমস্ত পরিচালকেরা। তবে এবার টলিউড থেকে কারা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে, সেই বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। সামনে এসেছে শুধু প্রধান অতিথিদের তালিকা। প্রসঙ্গত, ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন শত্রুঘ্ন সিনহা। এবারে মঞ্চে কাদের দেখা মিলবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version