Donald Trump: ‘২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে নামব’, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

।। প্রথম কলকাতা ।।

Donald Trump: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বইবে ‘লাল ঝড়’ এমনই দাবি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলের তরফে। শেষ পর্যন্ত তা হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়ে গিয়েছে সেনেটের নিয়ন্ত্রণ। তবে এবার ফের ভোটে লড়বেন এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়ে দিলেন যে ২০২৪ সালের নির্বাচনে তিনি ফের লড়বেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে হোয়াইট হাউসে (White House)। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে তিনিই প্রথম হেভিওয়েট প্রার্থী, যিনি পরের নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।’ রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তার সেই জয় বিশ্বকে চমকে দেয়।

তবে উল্লেখ্য ট্রাম্পের সামনে আরও অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। এবার তিনি নিজের দলের অন্য নেতাদের কাছ থেকেই প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এই বছর রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ছিলেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version