।। প্রথম কলকাতা ।।
No doctor fees within 15 days: সাধারণ মানুষের সুবিধার্থে কমল ডাক্তার খরচ। আগে ৭ দিনের মধ্যে চিকিৎসককে(Doctor) রিপোর্ট(Report) দেখাতে গেলে কোন ফি দিতে হত না। এবার ৭ দিনের মেয়াদ বাড়ানো হল ১৫ দিন পর্যন্ত। যদি ১৫ দিনের মধ্যে কোন চিকিৎসকের রিপোর্ট দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে কোন কনসালটেশন ফি(Consultation Fee) প্রদান করতে হবে না। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
সাধারণত অধিকাংশ জায়গায় একবার চিকিৎসককে দেখানোর পর ৭ দিনের মধ্যে যদি সেই রোগ সংক্রান্ত রিপোর্ট দেখাতে যাওয়া হয় তাহলে আলাদা করে কোনো ফি দিতে হত না। এবার সেই মেয়াদ বাড়িয়ে ১৫ দিন করা হল অর্থাৎ আপনি যদি ১৫ দিনের মধ্যে চিকিৎসককে রিপোর্ট দেখাতে চান সেক্ষেত্রে অতিরিক্ত কোন ফি দিতে হবে না। বহু জায়গা থেকেই অভিযোগ আসছিল, ৭ দিন পর রিপোর্ট দেখাতে গেলে তার জন্য চিকিৎসকের পুরো ফি দিতে হত। তাই স্বাস্থ্য কমিশন বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। এমনকি বিগত কয়েক দিনে কর্পোরেট হাসপাতালের ওপিডি গুলোতেও এই ধরনের সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখে স্বাস্থ্য কমিশন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যদি একই চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী কোন পরীক্ষা করাতে হয় এবং রিপোর্ট পেতে সময় লাগে সে ক্ষেত্রে ১৫ দিন পর্যন্ত সময় দিতে হবে। ১৫ দিনের মধ্যে ওই চিকিৎসককে রিপোর্ট দেখাতে গেলে কোন অতিরিক্ত ফি দিতে হবে না।
এই নতুন নিয়ম সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর। অনেক সময় রিপোর্ট পেতে একটু দেরি হয়। আবার এমন কিছু রিপোর্ট রয়েছে যা ৭ দিনের মধ্যে আসা অসম্ভব। তাই ওপিডি কনসালটেশনের পর যদি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেখান সেক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। এর আগেও দেখা গিয়েছিল রাজ্য স্বাস্থ্য কমিশন করোনার সময় বেসরকারি অ্যাম্বুলেন্স গুলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছিল। অনেক বেসরকারি হাসপাতাল অতিমারির সুযোগ নিয়ে প্রচুর ভাড়া নিত। তখন স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়ে জানিয়েছিল, কলকাতা কিংবা শহরতলি হাসপাতাল গুলিতে ভর্তির ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ভাড়া হবে। শুধু তাই নয়, যখন করোনা থেকে কোন ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন তখন তাকে নিখরচায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি পৌঁছে দিতে হবে। স্বাস্থ্য কমিশন ৩৩ নম্বর অ্যাডভাইজারির মাধ্যমে জানাল, যে কোনো ক্লিনিক, নার্সিংহোম আউটডোর, বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসককে দেখানোর পর পুনরায় কনসালটেশনের জন্য ১৫দিন পর্যন্ত কোন ফি দিতে হবে না।