Hair Style: বিয়ের অনুষ্ঠানে চাই রকমারি হেয়ার স্টাইল ? যে কাজ গুলি ভুলেও করা যাবে না

।। প্রথম কলকাতা।।

Hair Style : বিয়ে বাড়ি কিংবা কোন ধরনের অনুষ্ঠানের নাম শুনলেই আমাদের মাথায় সবার প্রথমে আসে মেকআপ, জামাকাপড় আর হেয়ার স্টাইলের কথা। সবকিছু মিলিয়ে এক্সাইটমেন্ট থাকে একেবারে তুঙ্গে। বিশেষত এখন যেহেতু বিয়ের মরশুম তাই কোন বিয়ে বাড়িতে কোন পোশাক পড়া হবে, কী ধরনের মেকআপ থাকবে তার সাথে, চুলটা ঠিক কিভাবে স্টাইল করা হবে এই নিয়ে বেশ চিন্তিত থাকেন মহিলারা । তাই অনেক সময় দেখা যায় বিয়ের দিনের জন্য অত্যাধিক প্রস্তুতি নিতে গিয়ে গণ্ডগোল হয়ে যায়। আবার কখনও অসাবধানতাবশত এমন কিছু ভুল করে বসেন তাঁরা যার কারণে কাঙ্খিত হেয়ার স্টাইল পান না।

এতে বিয়ে বাড়িতে যাওয়ার সম্পূর্ণ মুডটাই নষ্ট হয়ে যেতে পারে । কিন্তু আপনি যদি এই ধরনের ভুল না করতে চান তাহলে অবশ্যই পড়ে ফেলুন প্রতিবেদনটি। এখানে রইল কিছু টিপস যা এই ধরনের ভুল এড়াতে সাহায্য করবে আপনাকে।

* বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যা করবেন না

১. আপনার স্ক্যাল্পে যেন কোনোভাবেই তেল না থাকে। সেই দিকে বিশেষভাবে নজর রাখবেন । নইলে কিন্তু কোন রকম হেয়ার স্টাইল ভালোভাবে বসবে না আপনার চুলে।

২. আপনি কী ধরনের পোশাক পড়ছেন, আপনার মুখের আকৃতি কী রকম, একইসঙ্গে আপনার বয়সের কথা মাথায় রেখে সামঞ্জস্যপূর্ণ একটি হেয়ার স্টাইল বেছে নেবেন।

৩. চুলে খুব বেশি সাজানোর জিনিস ব্যবহার করবেন না। তাতে যেমন আপনার মাথা ভারী মনে হবে অন্যদিকে সব থেকে বেশি আপনার মাথাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।

৪. সুন্দর হেয়ার স্টাইল তৈরি করার জন্য অল্প কিছু জিনিসই যথেষ্ট। যেমন অল্প কিছু ফুল ,কিছু স্টোনের অ্যাক্সেসরিজ প্রভৃতি।

৫. হিট প্রোটেক্টিং স্প্রে ছাড়া কোনভাবেই চুল স্ট্রেট করবেন না।

৬. আপনার চুল যদি হয় ছোট তাহলে অতিরিক্ত জেল ব্যবহার করবেন না।

৭. চুলে অতিরিক্ত ভলিউম দেওয়ার চেষ্টা করবেন না। তা দেখতেও খুব একটা ভালো লাগে না এবং ক্যারি করাও অস্বস্তিকর হয়।

* বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যা করবেন

১. যেদিন অনুষ্ঠান ঠিক তার আগের দিন খানিকটা হালকা গরম তেল মাথার তালু এবং চুলে ভালোভাবে ম্যাসাজ করুন

২. গরম জলে ভেজানো একটি তোয়ালে চুলে বেশ খানিকক্ষণ জড়িয়ে রাখুন । এটা আপনার চুলকে কন্ডিশন করবে। যার ফলে আপনার চুল থেকে শুষ্কতা দূরে চলে যাবে। তারপর শ্যাম্পু করে নিন।

৩. আপনার চুল যদি খুব বেশি ফ্রিজি হয় তবে আগের দিন চুলে টক দই লাগিয়ে রাখতে পারেন । ১৫ থেকে ২০ মিনিট রাখলেই যথেষ্ট । এটি আপনার চুলকে অনেকটাই নরম করে দেবে।

৪. যেকোনো হেয়ার স্টাইল তৈরি করার আগে চুলকে সুস্থ রাখার জন্য এক থেকে দু ফোঁটা সিরাম ব্যবহার করে নিন।

৫. চুলের একেবারে শেষ প্রান্তে টেক্সচার ক্রিম ব্যবহার করতে পারেন । এই ক্রিম আপনার চুলে একটা চকচকে ভাব এনে দেবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version