।। প্রথম কলকাতা ।।
Optical Illusion: আপনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন নাকি একটু দূরত্ব বজায় রাখেন? আপনার মনোভাব ঝগড়ুটে নাকি মিশুকে? বলে দিতে পারে একটা ছবি। ছবিটিতে প্রথমে আপনি কী লক্ষ্য করেছেন ? একটি মানুষের মুখ, চাঁদ নাকি কয়েকটি পাখি ? কয়েক সেকেন্ডের মধ্যে সর্বপ্রথম আপনার চোখের সামনে যে ছবিটি ভেসে উঠবে সেই ছবি অনুযায়ী আপনার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে। পাশাপাশি জানতে পারবেন আপনার কথা বলার প্রকৃতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ ব্যবহারকারী এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মাধ্যমে নিজেদের পার্সোনালিটি (Personality) কেমন তা জানতে পরীক্ষা (Test) করেছেন। আসলে এই ধরনের অপটিক্যাল ইলিউশন ছবিগুলি ব্যক্তিত্বের অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করে।
ছবিটি প্রথম দেখায় কনফিউশন তৈরি হতে পারে। এটি একটি মানুষের মুখের অবয়ব হতে পারে, দুটি পাখি হতে পারে কিংবা চাঁদের ছবি হতে পারে। যদি আপনি মানুষের মুখ বা চাঁদ দেখতে পান তাহলে ভাববেন আপনি একটু ঝামেলা থেকে দূরে থাকতে ভালোবাসেন। ঝগড়াঝাঁটি একেবারে পছন্দ করেন না। উপুরন্তু সমস্যা হলে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করেন। সব সময় অন্যের সাহায্যে এগিয়ে যান। এক কথায় আপনি একজন সংবেদনশীল ব্যক্তি। আর যদি প্রথম দেখাতেই ছবিতে পাখি দেখতে পান, তাহলে আমি একটু মিশুকে প্রকৃতির। নতুন লোকের সঙ্গে কথা বলতে দুবার ভাবেন না। অনায়াসে সাবলীল ভাবে কথা বলতে শুরু করেন এবং তাদেরকে খুব দ্রুত নিজের বন্ধু বলে মনে করেন। তাদের কথা মন দিয়ে শোনেন এবং নিজের কথা তাদের সঙ্গে শেয়ার করেন।
এই একটি ছবির মধ্যে অনেকগুলি ছবি মিলেমিশে আছে, তবে আপনার উপর নির্ভর করবে আপনি ঠিক কোন ছবিটি প্রথমে দেখছেন। তার উপর বিচার করে বলা যাবে আপনি কেমন কিংবা আপনার কিছু বৈশিষ্ট্য । যদিও এগুলির পিছনে সেভাবে শক্তপোক্ত কোন বৈজ্ঞানিক যুক্তি নেই, তবে জড়িয়ে রয়েছে মনস্তাত্ত্বিক খুঁটিনাটি ব্যাপার। এই ধরনের ছবি গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই ধরনের ছবি মানুষের মনকে এবং মস্তিস্ককে নানান ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। প্রথম কয়েক সেকেন্ডে আপনি এই ছবিতে যা দেখবেন পরের মুহূর্তে তার উল্টোটাও দেখতে পারেন। আপনার বিচক্ষণতা , ধৈর্য ও মনোযোগের ওপর নির্ভর করবে আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটিকে দেখছেন এবং বিচার করছেন। সম্প্রতি নেট মাধ্যমে এইরকম একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি দেখার দৃষ্টিকোণ নির্ভর করবে আপনার ব্যক্তিত্বের উপর।
অপটিক্যাল বিভ্রম ব্যক্তি সম্পর্কে নতুন কিছু বলার জন্য দরকারী হতে পারে, তবে এই পরীক্ষাগুলিও সম্পূর্ণ প্রমাণ নয়। ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গি আলাদা হয় আর সেই অনুযায়ী ব্যক্তিত্ব অনুযায়ী মানুষের চোখে ছবিটি আলাদা আলাদা দৃষ্টিকোণ তৈরি করে। এটি মানুষের উপলব্ধি ক্ষমতার পরীক্ষা করে। এই ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে সেই সম্পর্কে কিছু আকর্ষণীয় প্রদান করে থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম