Mini vrindavan in Bankura: ‘এক টুকরো বৃন্দাবন’ এর হাতছানি, বাঁকুড়ার এই ঠিকানা আপনার জানা ?

।। প্রথম কলকাতা ।।

Mini vrindavan in Bankura: এবার এক টুকরো বৃন্দাবন বলা যেতে পারে লাল মাটির জেলা বাঁকুড়াতে চলে এসেছে।
সাধ থাকলেও সাধ্যের কারণে শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র বৃন্দাবনধামে যেতে পারেননি অনেকেই। এবার তাদের জন্য এক টুকরো বৃন্দাবন হাজির ‘লাল মাটির জেলা’ বাঁকুড়াতেই। জেলার তালডাংরার পাঁচমুড়াতেই জনৈক ভজন দত্ত নামে এক ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে তৈরী হয়েছে সুবিশাল ও সুদৃশ্য মন্দির। ‘ত্রিধারা’ মন্দির নামে এই মন্দিরে অসংখ্য সাধারণ মানুষ হাজির হচ্ছেন।

এমনিতেই বাঁকুড়া জেলা জুড়ে পর্যটন কেন্দ্রের ছড়াছড়ি। আর নবতম সংযোজন এই পাঁচমুড়ার ‘ত্রিধারা’। যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মুকুটমনিপুর কিম্বা ‘গুপ্ত বৃন্দাবন’ হিসেবে পরিচিত বিষ্ণুপুর বেড়াতে আসছেন তাঁরা সহজেই যাত্রাপথে একবার ঘুরে যেতে পারেন ‘টেরাকোটার দেশ’ হিসেবে পরিচিত পাঁচমুড়ার এই নব বৃন্দাবনে। এখানে অপরুপ সৌন্দর্যমণ্ডিত সুবিশাল মন্দিরের পাশাপাশি শ্রীকৃষ্ণ রাধিকার যুগল মূর্তির দর্শণ পাবেন। সকালে আলাদা আলাদাভাবে কালী ও দেবাদিদেব মহাদেব তো আছেনই।

ভজন দত্ত জানিয়েছেন, বৃন্দাবনে গিয়ে তার খুব ভালো লেগেছিল। তখনই তিনি ঠিক করেছিলেন বৃন্দাবনের আদলে একটা মন্দির করবেন। অবশেষে সেটা সম্ভব হয়েছে। তবে একটা সমস্যা রয়েছে। তিনি জানিয়েছেন যে পরিমাণ ভক্ত আসছে সেই পরিমাণ পর্যাপ্ত পরিকাঠামো এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। তবে আগামীদিনে সেই চেষ্টা আছে যাতে ভক্তরা এসে রাত্রিবাস করতে পারেন। তাই প্রতিদিনই এক থেকে দুটি বাসে করে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুর থেকে আসছেন ভক্তদের দল। শনিবার ও রবিবার ভক্তদের ভিড় আরো বাড়ছে।

সম্পূর্ণ বিনামূল্যে মন্দির ও গোশালা দর্শণের সুযোগ থাকলেও প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ মূল্যের কূপন সংগ্রহ জরুরী বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

বাঁকুড়া গোবিন্দ নগর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস পাওয়া যায়। পাঁচমুড়া বাসস্ট্যান্ডে নেমে হাটা পথ। চাইলে পাঁচমুড়া বাস স্ট্যান্ড থেকে টোটো নিতে পারেন। অন্যদিকে বিষ্ণুপুর থেকেও বাস রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version