।। প্রথম কলকাতা।।
Day Care Centre : শিশুদের কাছে সবথেকে ভরসার জায়গা হল তাদের নিজেদের বাড়ি এবং মা-বাবার সান্নিধ্য । কিন্তু বর্তমানে বহু মানুষ কর্মব্যস্ততার কারণে নিজেদের শিশুর (Children) সঠিক মতো যত্ন নিতে পারেন না । আবার যে কারও কাছে বাড়িতে রেখে যাওয়ার ভরসাও পান না। সেক্ষেত্রে তাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন ব্যালেন্স করা খানিকটা সমস্যার হয়ে দাঁড়ায় । তাঁরাই খোঁজ করেন বিভিন্ন ডে কেয়ার সেন্টারের (Day Care Centre) । যেখানে অভিভাবক ব্যতীত অন্য ব্যক্তিরা তাদের শিশুর যত্নের সম্পূর্ণ খেয়াল রাখেনি। তবে অবশ্যই টাকার বিনিময়ে।
বিদেশে অনেকদিন আগে থেকেই এই ডে কেয়ার সেন্টারের চল রয়েছে । বহু কর্মজীবী মা-বাবা নিজেদের সন্তানকে নিশ্চিন্তে ডে কেয়ার সেন্টারে রেখে দিয়ে যেতে পারেন । কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই ব্যবসার বিশেষ প্রচলন হয়নি । বড় বড় শহর গুলিতে খুঁজলে অবশ্যই ডে কেয়ার সেন্টারের অস্তিত্ব মিলবে । কিন্তু তেমনভাবে এই ব্যবসা সম্পর্কে জ্ঞান নেই সকলের। ডে কেয়ার সেন্টার খোলার জন্য বিশেষ কোনো মোটা অঙ্কের পুঁজির প্রয়োজন হয় না । না-ই কোন খাতায়-কলমে যোগ্যতার প্রয়োজন হয়। শুধুমাত্র একটা বাচ্চাকে কয়েক ঘন্টা নিরাপদে রাখার ক্ষমতা থাকলেই ডে কেয়ার সেন্টার খোলা সম্ভব।
* ডে কেয়ার সেন্টারে কী কাজ হয় ?
মূলত ব্যবসা (Business) শুরু করার জন্য ডে কেয়ার সেন্টার একটি ভালো বিকল্প হতে পারে। তবে যিনি এই ব্যবসা শুরু করবেন তাকে সৃজনশীল এবং সেবামূলক মনোভাব অবশ্যই রাখতে হবে । শুধুমাত্র ব্যবসা করার জন্য ডে কেয়ার সেন্টার খুললে তা দাঁড় করানো মুশকিল। দিনের একটা বড় সময় অভিভাবকরা তাদের সন্তানকে ডে কেয়ার সেন্টারে রেখে যাবেন । আর তারপর সেই শিশুর খাওয়া-দাওয়া থেকে শুরু করে তাকে পড়ানো তাঁর খেলা তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখা সব কিছু করবে ডে কেয়ার সেন্টারের কর্মীরা।
* ডে কেয়ার সেন্টার শুরু করার জন্য কী করবেন ?
সর্বপ্রথম ডে কেয়ার সেন্টার খোলার জন্য তার মালিককে একটি নিরাপদ জায়গা বেছে নিতে হবে । কারণ অন্যের শিশুর দায়িত্ব নেওয়ার আগে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও সংগ্রহ করতে হবে বিভিন্ন আইনি নথিপত্র । যেখানে বাচ্চারা দিনের অনেকটা সময় কাটাবেন সেই জায়গাটিকে তাদের জন্য আকর্ষণীয় করে তোলা একটা বড় চ্যালেঞ্জের বিষয় । যাতে তাঁরা তাদের বাড়ির মতোই আবহও পেতে পারে ডে কেয়ার সেন্টারে এই বিষয়টির দিকে নজর দিতে হবে।
যেমন শিশুদের ঘুমোনোর জায়গা, খেলাধুলার জায়গা, পড়াশোনার জায়গা , তাদের খাওয়ানোর জায়গা নির্দিষ্ট করতে হবে । সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে । বেশ রঙচঙে করতে হবে যাতে শিশুর ভালো লাগে । এছাড়াও ওই ডে কেয়ার সেন্টারে শিশুদের পরিচর্যা করার জন্য আয়া রাখতে হবে অবশ্যই । থাকবে নিরাপত্তা রক্ষীও। শিশু কোনভাবে অসুস্থ বোধ করলে তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এমন কোন জায়গায় ডে কেয়ার সেন্টার খোলার চেষ্টা করতে হবে যা জনবসতিপূর্ণ। যেখানে চিকিৎসক, হাসপাতাল এবং অন্যান্য পরিষেবা সহজেই মিলবে।
* কত টাকা পুঁজি প্রয়োজন ?
কোন একটি ফ্ল্যাট বা বাড়িকে ডে কেয়ার সেন্টার হিসেবে সাজিয়ে তোলার জন্য কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবে সেই সেন্টারের পরিষেবা যদি ভালো হয় এবং অভিভাবকরা যদি কাজে সন্তুষ্ট হন তাহলে প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।