ঘরে বসেই করুন হেয়ার স্পা। ফল পাবেন এক্কেবারে পার্লারের মতই

।। প্রথম কলকাতা ।।

হেয়ার স্পা নেওয়ার কথা ভাবছেন? আপনি কি জানেন ঘরে বসেই একটা দারুন হেয়ার স্পা নেওয়া যায়। এই হেয়ার স্পা করতে না হাজারটা কেমিক্যাল এপ্লাই করতে হবে, আর না, কারি কারি টাকা খরচ করতে হবে। একদম ঘরোয়া উপাদান দিয়েই সেরে ফেলতে পারবেন আপনার হেয়ার স্পা। আর যার ফল হবে এক্কেবারে পার্লারের মতোই। সেই সাথে চুলের কোনো ক্ষতিও হবে না। আপনাকে শুধু জানতে হবে সঠিক পদ্ধতি। কিভাবে করবেন? কি কি লাগবে এই স্পা করতে? আজ আপনাদের সেটাই জানাবো এই প্রতিবেদনে।

গ্রীষ্ম বর্ষা পেরিয়ে শীত পড়তে চলেছে। আর সিজন চেঞ্জ মানেই চুল উঠতে শুরু করা। এই সময় চুলের এক্সট্রা যত্ন তো অত্যন্ত জরুরী। এছাড়াও দৈনন্দিন জীবনের নানান কাজের ফলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। এবার রোজ রোজ চুলে তেল দিয়ে বেরনো সম্ভব নয়। প্রয়োজনে শ্যাম্পু করতেই হয়। রোজ শ্যাম্পু করলেও আবার চুল রুক্ষ্ম হয়ে যায়।  কেশবতী কন্যার মত একঢাল লম্বা চুল আজকাল খুব কমই দেখা যায়। রোজ এই হেয়ার স্টাইল, হেয়ার ওয়াশের জন্য অনেক সময় নষ্ট হয়, যে সময়টা প্রায় জনের কাছে থাকে না। চুলে স্রেফ বেনি বেঁধে স্টাইলিং এখন আর প্রায় কেউ করে না বললেই চলে। এখন স্ট্রেটনিং এর যুগ। কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং এসব চলতেই থাকে। এবার এই সব কেমিক্যাল চুলের জন্য একেবারেই ভাল নয়। তবে ঝাঁ চকচকে চুলের লোভে সকলেই ছোটেন সাঁলোন ট্টিটমেন্টের দিকে।

সাঁলোন ট্রিটমেন্ট করা সব সময় সম্ভব হয় না। কারণ তা বেশ খরচাসাপেক্ষ। সাঁলোর ট্রিটমেন্ট ঠিকমতো না হলে চুলের গ্রোথও ভাল হয় না। চুলের ক্ষতিই বরং বেশি। আর তাই বাইরে পয়সা খরচা না করে বাড়িতেই সেরে ফেলতে পারেন হেয়ার স্পা। একেবারে প্রফেশনাল লুক পাবেন। কোনও রকম তফাত দেখতে পাবেন না। দেখে নিন কী ভাবে করবেন ঘরোয়া এই হেয়ার স্পা।

এর জন্য প্রথমে স্ক্যাল্পে ভাল করে নারকেল তেল বা আপনি যে তেল ব্যবহার করেন সেটি দিয়ে ম্যাসাজ করুন ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে উভয় দিকেই আঙ্গুল ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। এইভাবে ১৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর একটা নরম তোয়ালে ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে অতিরিক্ত জল নিংড়ে নিয়ে তোয়ালেটা চুলে অন্তত ১০ মিনিট জড়িয়ে রাখুন। এরফলে চুলের গোড়ায় উষ্ণ সেঁক দেওয়া হবে।

এরপর চুলে একটি মাস্ক লাগানো প্রয়োজন। কিভাবে বানাবেন এই হেয়ার মাস্ক? চলুন জেনে নেওয়া যাক, এর জন্য লাগবে একটা ডিম, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং ছোট তিন-চার টুকরো কলা। সব গুলি একসাথে পেস্ট বানান। এরপর ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন মিশ্রণটা। ১৫-২০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

সব শেষে চুলকে আরও ময়েশ্চারাইজ করার জন্য ভিজে চুলেই লাগিয়ে নিতে পারেন অ্যালোভেরার রস এবং লেবুর রসের মিশ্রণ। তবে খেয়াল রাখবেন লেবুর রস কিন্তু খুব বেশি দিলে চলবে না। এই মিশ্রণটিও ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ব্যাস, সপ্তাহে অন্তত এভাবে একবার মাত্র ৪০-৪৫ মিনিট চুলের স্পা-এর জন্য সময় দিতে পারলেই কেল্লা ফতে! আপনার স্বাস্থোজ্জ্বল, ঘন, ফুরফুরে চুল নজর কাড়বে অনেকেরই। আর পার্লারে গিয়েও কারী কারী খরচ করতে হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version