Weather Forecast: আবহাওয়ার খামখেয়ালীপনায় গায়েব শীত! নিম্নচাপের দোটানায় কপালে চিন্তার ভাঁজ ধানচাষিদের, জানুন আপডেট

 

।। সৌমিক ভট্টাচার্য্য।।

Weather Forecast: বছরের শেষ মাসের কাছাকাছি চলে এলেও এখনও শীতের হাড়কাঁপানি কম্পন থেকে কিছুটা ব্যাকফুটে বঙ্গবাসী। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে। আর এই নিম্নচাপের জেরে সমস্যায় পড়েছে চাষীরা। মাঠের ধান ঘরে আনতে বেজায় সমস্যায় পড়েছেন তারা। কখনো শুনছে নিম্নচাপ তো কখনো বঙ্গের কোলে রোদের ঝিকিমিকি খেলা দেখতে পাচ্ছেন সকলে। এই দোটানার মাঝেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসীর। আর এই আবহাওয়ার খামখেয়ালীপনায় সমস্যায় পড়েছেন মূলত ধান চাষীরা। নিম্নচাপের জেরেই হাওয়া বদল। গত কয়েকদিনে শীতের আমেজ থাকলেও, রাতারাতি গায়েব আমেজ। তবে, নিম্নচাপের মেঘ সরলেই কি জাঁকিয়ে শীত পড়তে চলেছে? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, রাজ্যজুড়ে আপাতত আগামী সোমবার পর্যন্ত শীতের আমেজ বহাল থাকবে। রাজ্যের একাধিক জেলায় মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । একটু হলেও বাড়বে তাপমাত্রা। ফিকে হবে শীতের অনুভূতিও। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের অনুমান, পশ্চিমের জেলায় একটু বেশি থাকবে শীতের আমেজ। উল্লেখ্য, আন্দামান সাগর এলাকাতে সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরির,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে রয়েছে এর অভিমুখ। আবহাওয়াবিদদের নজর রয়েছে গতিপথ পরিবর্তন করে বা শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা।

চাষিদের জন্য জানিয়ে রাখা ভালো, মাঠের ধান ঘরে তুলতে এই কদিন সমস্যায় পড়তে হবে না তাদের। হাওয়া অফিসের শেষ আপডেট না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে বৃষ্টির কথা কিছু বলা যাচ্ছে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version