Weather Update Today: কনকনে ঠান্ডায় কাঁপছে বিভিন্ন জেলা, রাজ্যের মধ্যে শীতলতম স্থান হল কোথায় ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update Today: দক্ষিণবঙ্গের শীত আগামী পাঁচ দিনের মধ্যেই আরও বাড়বে। তাপমাত্রা নামবে ১৩ ডিগ্রিতে । বাংলাজুড়ে ভোরের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। সপ্তাহান্তে আবহাওয়ার চেহারা কেমন ? কী বলছে হাওয়া অফিস ?

আবহাওয়া দফতর আপাতত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেয়নি। ১০ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বীরভূম জেলার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে শুরু করে দিয়েছে জাঁকিয়ে শীত। আগামী পাঁচ দিন দার্জিলিং ছাড়া বাকি সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। হালকা বৃষ্টি এবং ওপরের এলাকাগুলিতে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের নীচের এলাকাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। বঙ্গেও অল্পবিস্তর পড়েছিল তার প্রভাব। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ২-৩ দিন ধরে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে দেখা মিলছে রোদের। আর তাতেই রাজ্যে নামতে শুরু করেছে পারদ।

আজ রাজ্যের মধ্যে শীতলতম স্থান হল দার্জিলিং। সেখানে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস নেমেছে পারদ অন্যদিকে, শনিবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। কলকাতার পাশাপাশি কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যের বিভিন্ন জেলাও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version