Toothpaste: টুথপেস্টের গায়ে হরেক রকম রঙিন চিহ্ন! এর মানে জানেন কী?

।। প্রথম কলকাতা ।।

Toothpaste: প্রতিদিন সকালে (Morning) উঠে দাঁত ব্রাশ করা আমাদের নিত্যদিনের সঙ্গি। বাজার চলতি এখন বিভিন্ন কোম্পানির টুথপেস্ট (Toothpaste) পাওয়া যায়। আবার বিভিন্ন টুথপেস্টের নানান গুনাগুন রয়েছে যেমন, কোনোটা দাঁতের (Teeth) জন্য ভালো, আবার কোনোটা মাড়ির জন্য ভালো। কোনোটাতে নুন (Salt) বেশি আবার কোনটাতে নিমের ভাগ বেশি। কিন্তু আমরা কি কখনো লক্ষ্য করে দেখেছি টুথপেস্টের (Toothpaste) নিচের অংশে লাল, নীল, সবুজ এবং কালো রঙের একটি কালার বার থাকে। এটিকেই বলা হয় টুথপেস্টের কালার কোড। এই কালার কোডের চল বহুদিন ধরেই রয়েছে। কেউ খেয়াল করেন কেউ আবার করেন না। আবার অনেকেই ভুল জানেন। কিন্তু এই কালার কোডের খোঁজ রাখাটা জরুরি।

এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে কোন খবর বা ঘটনার সত্যতা যাচাই না করেই আমরা শেয়ার করতে থাকি। টুথপেস্টের কালার কোড তারই একটি উদাহরণ বলা যায়। বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপে (WhatsApp) বা সামাজিক মাধ্যমে টুথপেস্টের নিচের দিকে থাকা লাল, নীল, সবুজ এবং কালো এই কালার গুলিকে নিয়ে একটি খবর ঘুর পাক খাচ্ছে। তাতে লেখা রয়েছে টুথপেস্টের নিচেই থাকা সবুজ রঙের অর্থ হলো, এই টুথপেস্টটি সম্পূর্ণ প্রাকৃতিক দ্রব্য দিয়ে তৈরি হয়েছে। নীল রঙ থাকার অর্থ হলো, কিছু প্রাকৃতিক এবং কিছু ওষুধ ব্যবহার করা হয়েছে এই টুথপেস্টে। লাল রঙ থাকার অর্থ হলো, এই টুথপেস্টটি তৈরি করতে কিছু প্রাকৃতিক এবং কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। আর কালো মানে এই টুথপেস্ট তৈরিতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

এই ঘটনা আদেও সত্যি নয়। টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কোলগেট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানান, রংঙ ব্যবহার করে টুথপেস্টের উপাদান বোঝানোর বিষয়টি পুরোপুরি ভুল। কোনও টুথপেস্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমন রঙের সংকেত ব্যবহার করে না। টুথপেস্টের উপাদান বুঝতে রঙ নয়, বরং প্যাকেটের গায়ে লেখা উপাদানের কথা পড়ুন।

তাহলে এই রং কেন রাখা হয়? এটা মূলত রাখা হয় উৎপাদন সংক্রান্ত কারণে। টিউব তৈরির সময়ে টুথপেস্ট রাখার জায়গা কোথায় শেষ, তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। ওই রঙ দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version