পার্লারে যাওয়ার সময় পাননি ? বাড়িতে এইভাবে করুন ভুরু প্লাক, ঝামেলা থেকে মুক্তি

।। প্রথম কলকাতা ।।

অফিসের চাপে পুজোর আগে পার্লারে ভুরু প্লাক করার সময় পেলেন না? বাড়ি বসে নিজেই শেপ করে নিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে এই ভাবে ভুরু প্লাক করুন। আর পার্লারে যাওয়ার দরকারই নেই।  আপনাদের আজ এমন কিছু টিপস দেব যাতে আপনারা ঘরে বসেই নিজেদের ভ্রু প্লাক করতে পারবেন। কারণ মহিলাদের কাছে এই বিষয়টি সত্যিই বড় সমস্যা। হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন, প্রথমে দুই ভুরুতে ভালো করে ট্যালকম পাউডার লাগিয়ে নিতে হবে, এবার ভ্রু আঁচড়ানোর ব্রাশ দিয়ে ভালো করে আঁচড়ে নিন, উপরের দিকে স্ট্রোক করে যেভাবে পার্লারে প্লাগ করার সময় ভ্রুর নীচের অংশ হাত দিয়ে টানটান করে ধরে রাখা হয় সেই ভাবে ধরে রেখে টুইজার দিয়ে একটা একটা করে অতিরিক্ত রোম তুলে ফেলতে হবে। যেদিকে গ্রোথ সবসময় তার বিপরীত দিকে টানতে হবে।

ভ্রুর মাঝখানে এক্সট্রা চুলগুলি আপনি প্লাকার দিয়ে তুলে ফেলুন। আইব্রো বোন এবং আইলিডের মাঝখানের অংশ খুবই নরম, তাই আইব্রো প্লাক করার সময় শুধুমাত্র মাঝখানের চুলই প্লাক করুন। আর যদি আপনি পুরো আইব্রো করতে চান তাহলে পেন্সিল দিয়ে আইব্রো শেপ করুন তারপর প্লাক করুন, এক্সট্রা চুলগুলি ভুরু থেকে তুলে নিন। শুধু আমরা নই মায়েরাও অনেকসময় ভুরু তোলার সময় পান না। পার্লারে যেতে চান না তারাও এইভাবে রূপচর্চা করতে পারেন। মনে রাখবেন খুব ছোট রোম টুইজ়ার দিয়ে তুললে ত্বকে আঘাত লাগতে পারে। ভুরু প্লাক করা হয়ে গেলে ছোট কাঁচি দিয়ে তা ট্রিম করে নিন। যত ত্বক টানটান করে ধরবেন, ব্যথা কম লাগবে। বাজারচলতি মেশিনের সাহায্যেও আই ব্রো প্লাক সহজ।আই ব্রো রেজ়ারের সরু মুখ দিয়ে ভ্রু প্লাক করতে সময় কম লাগে। আছে সেনসটিভ টাচ ট্রিমার এর সাহায্যে ভুরুর যেমন আকার চান তেমনটাই পেয়ে যাবেন।

তবে বাড়িতে করছেন বলে কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। আইব্রো তোলার পর যদি চারপাশটা লাল হয়ে যায় বা চুলকুনি হয় তাহলে বরফ দিন। ভুরু তোলার পরে ত্বক লালচে হলে বা জ্বালা করলে বরফ ঘষুন। তার পর ময়শ্চারাইজ়ার বা অ্যালো ভেরা জেল দিয়ে মিনিট দশেক মাসাজ করুন। ভ্রু শেপে না থাকলে আই মেকআপও ঠিক জমে না। মুখ পরিষ্কার লাগে না। কেয়কটা জিনিস থাকলেই নিজের রূপচর্চা বাড়িতেই সারতে পারবেন আপনি। তবে বাড়িতে থ্রেডিং করতে গেলে যে কয়েকটি জিনিস প্রয়োজন তা হল ভ্রু আঁচড়ানোর ব্রাশ বা স্পুলি। এছাড়াও মাস্কারা ব্রাশও চলতে পারে। সেই সঙ্গে দরকার একটা ছোট একটা কাঁচি আর টুইজার। ব্যাস বাড়িতেই নিজের পছন্দের শেপে ভুরু প্লাক করে নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version