।। প্রথম কলকাতা ।।
AOC Recruitment: প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দুটি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ১৭০০-এর বেশি কর্মী নিয়োগ করা হবে প্রতিরক্ষা মন্ত্রকে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন অনলাইন মাধ্যমে। তবে আবেদন জানানোর আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এছাড়াও যদি প্রয়োজনীয় তথ্য বিশদে জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
প্রতিবেদনে আগ্রহী আবেদনকারীদের জন্য জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে বর্তমানে কতগুলি শূন্য পদে নিয়োগ চলছে? এই নিয়োগের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন ? মাসিক কত বেতন পাবেন তিনি এবং তাদের বয়সসীমা কত হতে হবে? এছাড়াও নির্বাচন প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়ার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে।
পদ: ট্রেডসম্যান এবং ফায়ারম্যান
শূন্য পদ: ট্রেডসম্যান – ১২৪৯
ফায়ারম্যান- ৫৪৪
সর্বমোট – ১৭৯৩
বয়স সীমা: পদগুলির জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যেই হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর যে সকল প্রার্থীরা রয়েছেন, তাঁরা বয়সের ক্ষেত্রে কয়েক বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: ফায়ারম্যান পদের নিয়োগের জন্য আবেদনকারীকে যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে ট্রেডসম্যান পদে চাকরির জন্য আবেদনকারীর মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এছাড়াও প্রাসঙ্গিক ট্রেডে তাঁর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ট্রেডসম্যান পদে বেতন মিলবে ১৮ হাজার থেকে ৫৬,৯০০ টাকা।
ফায়ারম্যান পদে বেতন মিলবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: যারা আবেদন করবেন তাদের অ্যাকাডেমিক নম্বরের উপর ভিত্তি করে একটা শর্টলিস্ট তৈরি করা হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে কিন্তু তার আগে পরীক্ষা নেওয়া হবে শারীরিক এবং সহনশীলতার। প্রতিরক্ষা মন্ত্রকের এই দুটি পদে নিয়োগের জন্য আরও বিস্তারিত তথ্য জানতেন অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। তার জন্য আবেদনকারীদের যেতে হবে www.aocrecruitment.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম