Air India Flight: যাত্রীর গায়ে মূত্র ত্যাগের কাণ্ডে ফাঁপরে এয়ার ইন্ডিয়া, কারণ দর্শানোর নোটিশ দিল ডিজিসিএ

।। প্রথম কলকাতা ।।

Air India Flight: এয়ার ইন্ডিয়া বিমানে (Air India flight) এক ৭০ বছর বয়সী বৃদ্ধার গায়ে মূত্র ত্যাগ করেছিলেন এক মদ্যপ ব্যক্তি (Drunk Man)। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায়। এবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation) নভেম্বরের এই ঘটনার জন্য এয়ার ইন্ডিয়াকে (Air India) কারণ দর্শানোর নোটিশ (Show cause notice) জারি করেছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, ঘটনাটি ঘটার প্রায় দেড় মাস পর ৪ই জানুয়ারি তাদের নজরে আসে এবং তারা এয়ার ইন্ডিয়ার কাছ থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। সেখানে জানাতে হবে এই লজ্জাজনক ঘটনার পর যাত্রী সঙ্গে ঠিক কেমন ব্যবহার করা হয়েছিল।

তথ্য অনুসন্ধানের জন্য ডিজিসিএ (DGCA) এয়ার ইন্ডিয়ার কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে। এয়ার লাইনের উত্তরের ভিত্তিতে প্রাথমিকভাবে উঠে আসে যে অন বোর্ডে একটি অবাধ্য যাত্রীকে পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিগুলি সেভাবে মানা হয়নি। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনটি পেশাদারহীন বলে মনে হয়েছে। ডিজিসিএ জবাবদিহি মূলক ব্যবস্থাপক, ফ্লাইট পরিষেবার পরিচালক, এয়ার ইন্ডিয়া এবং সেই ফ্লাইটের পাইলট আর কেবিন ক্রু সদস্যদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। পাশাপাশি জানিয়েছে, তাদের দায়িত্ব পালনে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

আসল ঘটনা

২০২২ এর ২৬শে নভেম্বর নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আসছিল নয়াদিল্লিতে। সেই বিমানের মধ্যে হঠাৎ করেই এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার কাছে যান এবং মূত্র ত্যাগ করেন। পাশাপাশি তিনি অশ্লীল আচরণও করেছেন। বেশ কয়েকজন যাত্রী এই ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত সেই জায়গা থেকে চলে গেলেও, বৃদ্ধার কোন সুরাহা হয়নি। কারণ অভিযুক্তের মূত্রে ততক্ষণে ভিজে গিয়েছে তার শরীর, জুতো, ব্যাগ, আসন এবং জামাকাপড়। ফ্লাইটটির প্রত্যেকটি আসন ভর্তি থাকায় ওই ভেজা আসনেই বৃদ্ধা মহিলাকে বসে থাকতে হয়। এক কেবিন ক্রু তার আসনের উপর একটি চাদর বিছিয়ে দিয়েছিলেন।

অভিযুক্তর বয়স প্রায় ৪০ বছর, তিনি মুম্বাইতে থাকেন।পেশায় একজন ব্যবসায়ী। তিনি যথারীতি দিল্লি বিমানবন্দরে নেমে বাড়ি চলে যান। অপরদিকে ওই বৃদ্ধা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিল্লি পুলিশে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯ এবং ৫১০ নম্বর ধারার অধীনে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার প্রধানকে চিঠি দিয়ে পুরো ঘটনাটি জানিয়েছেন। এবার ডিজিসিএর তরফ থেকেও বিমান সংস্থার কাছে কারণ দর্শানোর নোটিশ চাওয়া হল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version