Mizoram oil tanker fire: মিজোরামে বিধ্বংসী আগুন, জ্বলে উঠল তেলের ট্যাঙ্কার

।। প্রথম কলকাতা ।।

Mizoram oil tanker fire: বেশ কয়েকদিন আগেই মিজোরামে বিধ্বংসী আগুন লাগে। ২২ হাজার লিটার পেট্রোল বোঝাই একটি ট্যাঙ্কার দুর্ঘটনাগ্রস্ত হয়। ‘এই সময় ‘প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১১জনের। কিছুদিন আগে ঘটনাটি ঘটেছিল মিজোরামের রাজধানী আইজল এর কাছে তুইরাল এলাকায়। ২২ হাজার লিটার পেট্রোল বোঝাই ট্যাংকার দুর্ঘটনাগ্রস্থ হয়। উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

 

ট্যাংকারটি মিয়ানমার সীমান্তের কাছে মিজোরামের উত্তর পূর্বাঞ্চলে শহরের দিকে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে আচমকাই ট্যাঙ্কারে আগুন লেগে যায়।। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছিল পুলিশের তরফে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যারা আহত , নিহত হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছিল। আবার অনেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। জ্বলন্ত ট্যাঙ্কারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি তিন চাকা এবং একটি ট্যাক্সিও। তেলের ট্যাঙ্কারে কিভাবে আগুন ধরে গেল তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ট্যাংকারটি অন্য কোনো গাড়ির সাথে সংঘর্ষের ফলে জ্বলে উঠেছিল নাকি তাও খতিয়ে দেখে পুলিশ। মিজোরাম পুলিশ এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় ওই ব্যক্তি রাস্তার মাঝখানে লাইটার জ্বালিয়েছিলেন তার জন্যই বিধ্বংসী আগুন লেগে যায়। ধৃত ব্যক্তির নাম লালাওমা ওমা। বয়স(২৮)। মৃত ব্যক্তি ২রা সুন্দর নিজের দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version