।। প্রথম কলকাতা ।।
American Report: ভারতের (India) সঙ্গে পাকিস্তান (Pakistan) আর চীনের (China) সম্পর্কের আরো অবনতি হতে চলেছে। এমনটাই দাবি করা হয়েছে আমেরিকার (America) একটি রিপোর্টে (Report)। চীন আর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের কথা কারোর কাছে গোপনে নেই, তবে সম্পর্কের আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই আশঙ্কা ব্যক্ত করেছেন মার্কিন গোয়েন্দারা। ভারতের সঙ্গে পাকিস্তান এবং চীনের উত্তেজনা আরো বাড়তে পারে। এমনকি সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তানের উস্কানি হলে ভারত জবাব দিতে প্রস্তুত। আগের থেকে অনেক বেশি সামরিক শক্তিতে শক্তিশালী হয়েছে ভারত। এই মূল্যায়নটি মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় দ্বারা উপস্থাপিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আর চীন দ্বিপাক্ষিক সীমান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলেও ২০২০ সালে যে সংঘর্ষ ঘটেছিল তার কারণে সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ থাকবে। এই ঘটনার পর থেকে বিতর্কিত সীমান্তে ভারত এবং চীন উভয় দেশেই তাদের বাহিনীর সম্প্রসারণ করছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিশেষ উদ্বেগের কারণ। ভারত এখন সামরিক শক্তির মাধ্যমে শত্রু রাষ্ট্রের উস্কানির জবাব দেওয়ার জন্য আগের থেকে অনেক বেশি প্রস্তুত। পুলওয়ামা কাণ্ডের পর ভারত জবাব দিয়েছিল বালাকোটে। মার্কিন রিপোর্টের দাবি অনুযায়ী, সেই পরিস্থিতি আবার ফিরে আসতে পারে। ভারত যে কোনো সময় পাকিস্তানের উস্কানির জবাব দেবে। যেহেতু দুই দেশ আগের থেকে অনেক বেশি পারমাণবিক অস্ত্রে শক্তিশালী, তাই সংকট গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে।
আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটির রিপোর্ট অনুযায়ী, ইতিহাসে বারংবার দেখা গিয়েছে পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে লাগাতার সমর্থন করে এসেছে। পাকিস্তানের এই ধরনের উস্কানির আর সহ্য করবে না ভারত। সাম্প্রতিক সময় কাশ্মীরে আগের তুলনায় হিংসা ও সন্ত্রাসবাদী হামলার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু একেবারে অবলুপ্ত হয়নি। সীমান্ত পার করে যে হামলার ঘটনা হচ্ছে তার অভিযোগের তীর মাঝেমধ্যে পাকিস্তানের দিকে গেলেও পাকিস্তান তা বারংবার অস্বীকার করেছে।
অপরদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে প্রভাবিত গোটা বিশ্ব। এমনি থেকে করোনার কারণে অর্থনীতিতে ধস নেমেছিল। তার উপর যুদ্ধ হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। পাকিস্তান এখন চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। দিনের পর দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দুটি দেশের মধ্যে হলেও তার প্রভাব পড়েছে গোটা বিশ্বজুড়ে। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের মাঝে সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এক্ষেত্রে হয়ত মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম