।। প্রথম কলকাতা ।।
অনন্তনাগের পাহাড়ের চূড়ায় জঙ্গিদের নয়া বাঙ্কার। ভারত দুর্ধর্ষ প্যারাকমান্ডো নামিয়ে দিল ময়দানে, এবার খেল খতম। কেন পীরপঞ্জাল পাহাড়কে বারবার ঘাঁটি করে জঙ্গিরা? পাকিস্তান ৩ জঙ্গিকে শেষ করার খবর শুনে আঁতকে উঠল রীতিমতো। অনন্তনাগ অপারেশন শেষ করতে এত সময় কেন লাগছে? জঙ্গিরা এমন কোথায় লুকিয়ে রয়েছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না? দিল্লি যখন প্যারাকমান্ডো নামিয়েছে তখন বুঝে নিন বড় কিছু ঘটতে চলেছে এবার। অনন্তনাগে যখন অ্যাকশন চরমে তখন বারামুল্লা দিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিদের আরেক দল। ব্যাস ৩ জন জঙ্গীকে গুলি করে খতম করে ভারতীয় সেনা।
কভার ফায়ার করেও বাঁচাতে পারল না পাকিস্তান। এরই মধ্যে সবথেকে বড় আপডেট পীরপঞ্জাল পাহাড়ের মাথায় একটি গুহায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা। সেখানে কীভাবে বাঙ্কার বানানো হল? সেখান থেকে তাদের খুঁজে এলিমিনেট করাটাই বড় চ্যালেঞ্জ। সেজন্যই তো এবার ফিল্ডে প্যারাকমান্ডো। কোকেরনাগের গারুল জঙ্গল ঘিরে ফেলে দুর্ধর্ষ অভিযান। গভীর জঙ্গলে ঢুকে জঙ্গিদের খতম করার প্ল্যান। অমোঘ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পীরপঞ্জাল পর্বতশ্রেণী। কেন একেই বারবার টার্গেট করে লস্কর হিজবুলের মত জঙ্গিগোষ্ঠীগুলো। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে একমাত্র কারণ এর ভৌগলিক অবস্থান। মাইলের পর মাইল ঘেরা ঘন জঙ্গল, একের পর এক পাহাড়ি ঢাল মারাত্মর চড়াই উতরাই আর প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া দুর্গম গুহা রয়েছে পীরপঞ্জাল পাহাড়ে। একদিকে জঙ্গল তো অন্যদিকে গভীর খাদ। এই পাহাড়ে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া একেবারেই চাট্টিখানি কথা নয়। যার সদব্যবহার আজ করে চলেছে জঙ্গি গোষ্ঠীগুলো। সেই নব্বইয়ের দশক থেকে।
এটাও মনে করা হচ্ছে যে, লড়াই চালানোর জন্য জঙ্গিরা ওই পাহাড়ি গুহাকে আগে থেকেই নিজেদের ডেরা বানিয়ে রেখেছিল। যে ভাবে পাঁচ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিরা এর থেকে স্পষ্ট কাশ্মীরে নিরাপত্তার ধরন বদলানোয় জঙ্গিরাও হামলার ছক বদলাচ্ছে। প্রায় ১৩ হাজার ফুট উঁচু পীরপঞ্জালের আবহাওয়াও একের পর এক খেলা দেখায়। শীতের সময় টানা চলে তুষারপাত আর গরম পড়লেই শুরু হয় যায় মুষলধারে বৃষ্টি। যার ফলে এক্ষেত্রে অপারেশন মুশকিল হয়ে পড়ে। সেই অবস্থার সুযোগ নিয়ে বারবার পীরপঞ্জালে ঘাঁটি বানায় জঙ্গিরা। গোপন সূত্রে খবর, এই পাহাড়ের আশেপাশে ড্রোন উড়িয়ে এমন কিছু ছবি ধরা পড়েছে। যা ইঙ্গিত করছে এখনও ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে সেখানে।
পীরপঞ্জাল পর্বতশ্রেণী পাক অধিকৃত কাশ্মীর হয়ে কাশ্মীরের অনন্তনাগের মতো এলাকা পেরোয় সামনে এগিয়ে জম্মু কাশ্মীরের বর্ডার এলাকা কিস্তোবারে পৌঁছয়। এই পথেই পীরপঞ্জালের দুপাশ দিয়ে চেনাব আর ঝিলোম নদী বয়ে যায়। যেখানে শেষ হয় এই পর্বতমালা সেখানে সমতলে বয় রাভী নদী। এদিকে জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান জানাচ্ছেন জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ফলে পালানোর কোনও পথ খুঁজে পাবে না তারা এবার দেখার কীভাবে জঙ্গিদের একের পর ডেরা গুঁড়িয়ে দেয় ইন্ডিয়ান আর্মি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম