West Bengal Dengue Cases: রাজ্যে ফের ডেঙ্গি উদ্বেগ, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

।। প্রথম কলকাতা।।

West Bengal Dengue Cases: ফের গোটা রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি (Dengue) উদ্বেগ। বছর শেষ হওয়ার তিন সপ্তাহ আগে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৮,০০০। রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্র অনুসারে, গত বছর রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল ৬৬,০০০। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরবর্তী সময়ে মানুষের বেপরোয়া হয়ে ওঠা ডেঙ্গুর বাড়বাড়ন্তের অন্যতম কারণ। এছাড়ারাও দেরি করে বর্ষা ও দফায়-দফায় বৃষ্টিপাতের কারণেও এই প্রকোপ ক্রমশ বাড়তে শুরু করেছে। দ্বিতীয়ত, করোনা মোকাবিলা করতে গিয়ে স্বাস্থ্যদপ্তর মশা দমনে অবহেলা করেছিল। তাই অসুখের প্রকোপ এমন মাত্রাছাড়া পর্যায়ে চলে গিয়েছে চলতি বছর। কোনভাবেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। ডেঙ্গি দমনে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। এলাকায় কোথাও জমা জল, আবর্জনা জমা থাকলেই দ্রুত তা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে ডেঙ্গি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও চালানো হচ্ছে প্রচারাভিযান।

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কথায়, বর্ষা চলে যাওয়ার সাথে সাথে ডেঙ্গির প্রকোপ কমে যাবে সেইরকম কোনো সম্ভাবনা নেই। কারণ, বর্ষার পরও বিভিন্ন জায়গায় জমা জল থাকে। সেই জমা জলে মশার লার্ভার জন্মায়। যত দিন না সেই জমা জল শুকোচ্ছে ততদিন ডেঙ্গুর প্রকোপ থাকবে। তবে ঠান্ডা পড়লে আস্তে আস্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে।

বিশেষজ্ঞদের ধারণা অস্তিত্ব বাঁচাতে চরিত্র বদল করছে এডিশ মশা। যে কারণেই এত বিপত্তি। এবারের ডেঙ্গিতে একাধিক অঙ্গ বিকল হয়ে যাচ্ছে। খামখেয়ালী আবহাওয়ার কারণেই বাড়ছে জ্বর-জ্বালা। এছাড়াও ভাইরাল ফিভার তো আছেই। তাই একদিন জ্বর হলেই পরের দিন আগে চিকিৎসকের কাছে যান। রক্তপরীক্ষা করান। পাশাপাশি সারাদিনে প্রচুর পরিমাণ জল খেতে হবে। খেতে হবে ফলও। ডেঙ্গিতে সবচেয়ে বেশি ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে হাই ফিভার থাকে। ঘাম, রক্তপাতেরও সম্ভাবনা থাকে। তাই ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হবে। এজন্য প্রচুর পরিমাণ জল, ডাবের জল খেতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version