Job Seekers Agitation: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

।। প্রথম কলকাতা ।।

Job Seekers Agitation: ফের রাজ্যে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ দেখালেন কিছু সরকারি চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একটি প্রতিবাদ সভা ছিল আজ হাজরা মোড়ের কাছে । সেখান থেকেই কিছু চাকরি প্রার্থী হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে গিয়ে রাস্তায় বসে পড়েন। কয়েকজন মহিলা চাকরি প্রার্থী বাড়ির কাছাকাছি চলে যাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। পুরো বিষয়টি নিয়ে হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে।

উল্লেখ্য, সল্টলেকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালের তাঁদের যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়, তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। তাঁদের অভিযোগ, মেধাতালিকায় প্রথমদিকের নাম বাদ দিয়ে পিছন দিক থেকে নিয়োগ করা হয়েছে। প্রকৃত যোগ্যরা এর জেরে বঞ্চিত হচ্ছেন, বক্তব্য তাঁদের।

তবে এই ঘটনা আজ নতুন নয়। চাকরি প্রার্থীরা কালীঘাটে গিয়ে এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে একইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু চাকরি প্রার্থীরা গত সেপ্টেম্বর মাসে। তবে আজ বিক্ষোভ দেখলে পুলিশ সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের আটকে দেয়। তাঁদেরকে সেখান থেকে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে তোলা হয়।

প্রসঙ্গত, শূন্যপদের বিন্যাস ঘটিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যাপারে এর আগে আবেদন জানিয়েছেন চাকরি প্রার্থীরা। যে কারণে গত ১১ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। ফের ২২ ডিসেম্বর বৈঠকে বসবে সেইদিনের পর আলোচনা হয় । সেই কারণে আজ, শুক্রবার বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী এবং এসএলএসটি চাকরি প্রার্থীরা। আজকের বৈঠক থেকে কি সমাধান বেরোয় সেটাই এখন দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version