Cheetah: কুনোয় মৃত্যু নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘সাশা’-র, মৃত্যুর কারণ খুঁজছেন চিকিৎসকরা

।। প্রথম কলকাতা ।।

Cheetah: গত বছর নামিবিয়া থেকে নিয়ে আসা আটটি চিতার মধ্যে ‘সাশা’ সোমবার মারা যায়। চিতাটি কিডনির সমস্যায় ভুগছিল। ভারতে আনার পর থেকেই সাশা অসুস্থ হয়ে পড়েছিল। ২৩ শে জানুয়ারী সাশার ক্লান্তি এবং দুর্বলতার লক্ষণ দেখা দিয়েছিল। তারপরে তাকে চিকিত্সার জন্য কোয়ারেন্টাইন এনক্লোজারে স্থানান্তরিত করা হয়েছিল। সাশা একটি ক্যাপটিভ ব্রিড চিতা ছিল। পাঁচটি স্ত্রী চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। বাকি তিনটি পুরুষ। সাশা ছিল পাঁচটির স্ত্রী চিতার একটি। কিডনি বিকল হয়েই চিতাটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।

সাশার বয়স ছিল তিন বছর। ভারতের চিতা পুনঃপ্রবর্তন কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনমুক্তি পায় চিতগুলি। প্রাথমিক দিনগুলিতে, সমস্ত চিতাকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। নভেম্বরে তাদের বড় শিকারের ঘেরাটোপে ছেড়ে দেওয়া হয়েছিল। চিতারা তখন থেকে নিজেরাই শিকার করেছে এবং তাদের নতুন জায়গায় মানিয়ে নেওয়ার লক্ষণ দেখিয়েছে।

ভারত চলতি বছরেই ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতাকে নিয়ে আসে। কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার আগে চিতাদের দ্বিতীয় দল গোয়ালিয়রের বায়ুসেনা স্টেশনে অবতরণ করে। এরমধ্যে সাতটি ছিল স্ত্রী ও পাঁচটি পুরুষ চিতা। সাশার মৃত্যুর পর বাকি চিতাগুলির উপর আরও নজরদারি বাড়ানো হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version