Dark circles remedy: চোখের চারপাশে ডার্ক সার্কেল? রইল দূর করার কিছু ঘরোয়া উপায়

 

।।প্রথম কলকাতা।।

Dark circles remedy: ডার্ক সার্কেল। পুরুষ মহিলা নির্বিশেষে সকলের এক বিরাট সমস্যা। ঘুম কম হওয়া ,মানসিক চাপ, অবসাদ ,হরমোনের পরিবর্তন এইসবের কারণেই চোখের চার ধারে কালো ছোপ পড়ে যায়। যাকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি। এই ডার্ক সার্কেল তাড়ানোর জন্য বাজারে অনেক সিন্থেটিক সিরাম, ক্রিম পাওয়া যায়। তবে সেসবের থেকে ঘরোয়া টোটকা আপনার ত্বক ও স্বাস্থ্য দুয়ের পক্ষেই ভালো।

 

কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মেশান। ঠকঠকে ঘন প্যাক বানিয়ে চোখের নিচে পুরো ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল হওয়ার অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে চোখের নিচে কালো দাগ তৈরি হয়। এছাড়াও কম ঘুম হরমোনের পরিবর্তন খামখেয়ালি জীবনযাপন বা বংশগত কারণেও চোখের নিচে কালো দাগ তৈরি হয়। তাই এবার থেকে এই ঘরোয়া উপকরণ ব্যবহার করে ডার্ক সার্কেল সহজে দূর করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version