CGO Complex: ডেঙ্গির আতঙ্ক এবার সিজিও কমপ্লেক্সেও! তড়িঘড়ি লোক পাঠাল পুরনিগম

।। প্রথম কলকাতা ।।

CGO Complex: রাজ্যে ডেঙ্গির যে পরিস্থিতি বর্তমানে তা স্বাস্থ্য মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমশ ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা । এই মতো পরিস্থিতিতে এবার সিবিআই দফতরে আতঙ্ক ছড়াল ডেঙ্গির। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে মশা তাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়ে চিঠি পাঠানো হয় বিধান নগর পুর নিগমে।

আর সিবিআই আধিকারিকদের কাছ থেকে এই ধরনের চিঠি পাওয়ার পর তৎপরতা দেখা যায় বিধান নগরের পুর চেয়ারম্যানের। তড়িঘড়ি সিজিও কম্পপ্লেক্সের একটি টিম পাঠান তিনি। আর তারপর সেখানে ফগ মেশিন দিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও মশার উপদ্রব কমানোর জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই করে ওই টিম। বিধান নগর পুর নিগমের তরফ থেকে জানানো হয়, গত ৯ নভেম্বর সিবিআইয়ের এই চিঠি পেয়েছিল পুর নিগম। ১২ নভেম্বরের মধ্যে পুর নিগমের সাফাই কাজ শেষ হয়েছে।

বর্তমানে শহর কলকাতার বহু জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেগুলি ডেঙ্গি প্রবণ মনে করা হচ্ছে। কারণ সেখানে ডিঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যে রয়েছে সল্টলেকের নামও। যে কারণে সল্টলেকে বারবার ডেঙ্গি থাবা বসানোয় আশঙ্কায় ভুগছেন সিজিও কমপ্লেক্সের সিবিআই কর্তারা। তাই সিজিও কমপ্লেক্সে যাতে মশা তাড়ানোর জন্য প্রয়োজনীয় কাজগুলি করা হয়, সেই আবেদন জানিয়েই চিঠি পাঠানো হয়েছিল পুর নিগমে। আর চিঠি পাওয়ার পরই ওই কাজ শেষ করা হয় পুর নিগমের তরফ থেকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version