Cyclone Remal Update: সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়? এই দিন থেকেই দুর্যোগ শুরু বাংলায়

।। প্রথম কলকাতা ।।

 

Cyclone Remal Update: রেমাল ঘূর্ণিঝড়ের কাউন্টডাউন শুরু। বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা। ঘূর্ণিঝড়ের টার্গেটে কি বাংলা? বঙ্গ জীবনে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয়! ২০০৯ সালের ২৫ মে সুন্দরবন তছনছ করেছিল আয়লা। ২০ মে আমফান এবার রেমালের ঝাপটা। শুক্র থেকে ভারী বর্ষণ রাজ্যে। এই এই জেলায় জারি হয়ে গেল সতর্কতা। আপনার এলাকা কি বিপদমুক্ত? কোথায় কোথায় অশনি সংকেত? আবহাওয়ার বড় খবর। এখন প্রতিটা মুহুর্ত ভীষণ ভাইটাল। বারেবারে এই মে মাসেই কেন তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়? ওয়েদারের সব খুঁটিনাটি।

 

‘লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস। মার্চ এপ্রিল মে, অর্থাৎ গরম কালে সমুদ্রের জলের উপরের যে তাপমাত্রা, তা অনেকটা বেশি থাকে। আর শুধু বেশিই নয়, তা জলের প্রায় ৫০ মিটার গভীর পর্যন্ত থাকে। আর সেই কারণেই মার্চ, এপ্রিল, মে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনও কখনও জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয়। আগামী ২২ মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে।

 

আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও। সাগরে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহবিদেরা জানিয়েছেন, এই মুহূর্তে বেশ কিছু ঢেউয়ের দিকে নজর রাখছে হাওয়া অফিস। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে যে তাপমাত্রা তা-ও ঘূর্ণিঝড় তৈরির অনুকূলে রয়েছে। এমনটাই বলছেন আবহবিদরা। ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় বঙ্গে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

আবহবিদেরা জানিয়েছেন, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি বেশি হতে পারে।  এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণে। এর পর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য।

 

ঘূর্ণিঝড় তৈরি হলে তা আমফানের মতোই বিধ্বংসী হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে কি তাহলে বাংলায় এর প্রভাব পড়বে? তা বোঝা যাবে আর কিছু সময় পরেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version