।। প্রথম কলকাতা ।।
Cyber crime: ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। টাকাটা ফেরত পাঠিয়ে দিন দয়া করে। অনেকের অ্যাকাউন্টে যৎসামান্য টাকা ক্রেডিট হওয়ার পর সেই টাকা ফেরত চেয়ে এমন এসএমএস ঢুকছে।
এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা। সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ লিখেছেন তাদের অ্যাকাউন্টে হাজার টাকা আবার কারোর ক্ষেত্রে ৫০০ টাকা ক্রেডিট হয়েছে। সেই টাকা ক্রেডিট হওয়ার পর এসএমএসের মাধ্যমে টাকাটি ফেরত পাঠানোর অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে ইউপিআইডির মাধ্যমে ভুলবশত চলে যাওয়া টাকাটি ফেরত পাঠাতে বলা হচ্ছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে ইউপিআইডি দেওয়ার নামে প্রতারকরা একটা মোটা অংকের টাকা গ্রহণের অনুরোধ করে লিংক পাঠাচ্ছে। সেই লিংকে ক্লিক করলে ৫০০ কিংবা হাজার এর বদলে পাঁচ হাজার বা ১০০০০ টাকা চলে যেতে পারে। কিছু ক্ষেত্রে সেই লিংকে ক্লিক করলে ব্যাংকের যাবতীয় নথি সহ ব্যক্তিগত সমস্ত তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যেতে পারে। এসব ক্ষেত্রে সরাসরি টাকা ফেরত না পাঠিয়ে ব্যাংক কিংবা স্থানীয় থানার মধ্যস্থতায় টাকা পাঠানো উচিত হবে বলেই মত সাইবার বিশেষজ্ঞদের।
জনগণ বারবার প্রতারণের ফাঁদে পড়ে আগের থেকে অনেক সতর্ক হয়েছে। তবে জালিয়াতরাও ফন্দিফিকির বদলাচ্ছে। সেই কারণে জনগণকে সাইবার প্রতারণা নিয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম