Cyber Attack: সরকারি কর্মীদের উপর ৯৫% বেড়েছে সাইবার হানা, নয়া রিপোর্টে চিন্তায় কেন্দ্র

Cyber Attack : ২০২২ সালের দ্বিতীয় হাফে এক লাফে ৯৫% শতাংশ বৃদ্ধি পেয়েছে সাইবার আক্রমণের সংখ্যা।

Cyber Attack: সরকারি কর্মীদের উপর ৯৫% বেড়েছে সাইবার হানা, নয়া রিপোর্টে চিন্তায় কেন্দ্র

।। প্রথম কলকাতা ।।

নববর্ষের প্রাক্কালে চিন্তা বাড়াচ্ছে সাইবার আক্রমণ (Cyber Attack)। প্রতারণার ফাঁদে নাস্তানাবুদ সাধারণ মানুষ। বিশেষত তারা, যারা নিত্যনতুন প্রযুক্তি বা কৌশল সম্পর্কে অবগত নন। এক রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের দ্বিতীয় হাফে সরকারি দপ্তরগুলির উপর ৯৫ শতাংশ বেড়েছে সাইবার হানা। সরকারি কর্মচারীদের ক্রমশ টার্গেট করছে জালিয়াতরা।

সাইবার নিরাপত্তা ফার্ম ক্লাউডসেক (CloudSEK) এর রিপোর্ট অনুযায়ী, হ্যাকটিভিস্ট গ্রুপ ড্রাগন ফোর্স মালয়েশিয়ার #OpIndia এবং #OpsPatuk এই প্রচারণার ফলে হ্যাকিংয়ের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে ভারতে। আর সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে দেশের একাধিক সরকারি দপ্তরে। বিভিন্ন দপ্তরে ফিসিং অ্যাটাক পরিচালিত করছে এই হ্যাকাররা।

যার মুখ্য উদাহরণ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এ হ্যাকিং এর প্রচেষ্টা। সম্প্রতি ভারতীয় রেলে ৩ কোটি যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে এমন খবর সামনে আসে। যদিও এই দাবি সম্পূর্ণ নাকচ করেছে ভারতীয় রেল। তবে উক্ত দুটি প্রতিষ্ঠান ছাড়াও সম্প্রতি পেনশন পোর্টাল জীবন প্রমাণ (Jeevan Pramaan) পোর্টালেও হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে খবর।

এই মর্মে অভিযোগ আসতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিল্লি পুলিশের বিশেষ সাইবার সেল। সবমিলিয়ে সাম্প্রতিক মাসগুলিতে এক লাফে বৃদ্ধি পেয়েছে সাইবার আক্রমণের সংখ্যা।

 

আরও পড়ুন : ধাপে ধাপে অংকের সমাধান করে দিচ্ছে Chat GPT! হাঁফ ছেড়ে বাঁচলেন পড়ুয়ারা

 

এই সাইবার হানার উদ্দেশ্য

বেশিরভাগ সাইবার হানার প্রাথমিক উদ্দেশ্য হল তথ্য সংগ্রহ করা এবং আর্থিক সুবিধার জন্য এটি বিক্রি করে দেওয়া। বিশেষজ্ঞদের ধারণা এগুলি ছাড়াও আরও অনেক কারণ রয়েছে। যেমন ব্ল্যাকমেলিং, সেক্সটরসন এবং সাইবার বুলিং। এক পরিসংখ্যান অনুযায়ী, মোট সাইবার হানার প্রায় ৬ শতাংশ ৱ্যানসমওয়্যার (Ransomware) গ্রুপ দ্বারা।

এই গ্রূপের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম লকবিট (LockBit)। উক্ত সরকারি প্রতিষ্ঠানগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন জলশক্তি বিভাগের সম্প্রতি ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করার চেষ্টা করে অপরাধীরা।

যে ভাবে সাইবার হানার ঘটনা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে স্বভাবতোই চিন্তিত কেন্দ্র। ভারত ছাড়াও সাইবার হানার ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ায়। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সাইবার হানার ঘটনা ক্রমশ কমতে শুরু করেছে চীনে।

Exit mobile version