Asaduddin Owaisi: আসাদউদ্দিন ওয়েইসির বাসভবনে দুষ্কৃতী হামলা, নেপথ্যে রয়েছে কোন কারণ?

।। প্রথম কলকাতা ।।

Asaduddin Owaisi: ২০১৪-র পর এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। বিষয়টি কোনভাবেই ফেলে রাখার মত নয়। ফের আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) দিল্লির বাসভবনে হামলা। পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে জানালার কাঁচ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান (AIMIM)। এই ঘটনার পেছনে যাঁদের হাত রয়েছে, তাঁদের গ্রেফতারের দাবী জানিয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।

এমনিতে রাজনৈতিক নেতৃত্বদের উপর মাঝেমধ্যেই হামলা হয়ে থাকে। রাজস্থান (Rajasthan) সফর শেষ করে দিল্লিতে (Delhi) ফেরার পর তাঁর ভাসভবনে হামলা হওয়ার ঘটনাটি কানে আসে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার ঘটনাটি জানান তাঁকে। ট্যুইটে এআইএমআইএম প্রধান জানিয়েছেন, ‘আমার দিল্লির বাসভবনে ফের হামলা হয়েছে। জয়পুর থেকে ফিরে আসতেই নিরাপত্তায় থাকা কর্মীরা জানান একদল দুষ্কৃতী এই কাজ করেছে। পাথর ছুঁড়ে জানলা ভেঙে দিয়েছে’।

দিল্লি পুলিশের (Delhi Police) কাছে তিনি অভিযুক্তদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন। পাশাপাশি পার্লামেন্ট স্ট্রিটের মতো কড়া নিরাপত্তার মাঝে এরকম হানা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়েইসির অভিযোগ দায়েরের পর দিল্লি পুলিশের অতিরিক্ত ডিএসপির নেতৃত্বে একটি দল তাঁর বাসভবনে যায়। ঘটনাস্থল থেকে সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে। রবিবার ঘটেছে ঘটনাটি। এখনও পর্যন্ত যদিও কাউকে গ্রেফতার করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে, এর পেছনে রয়েছে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র। পাশাপাশি প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। একাধিক ইস্যুতে নিজের মতামত দিয়ে থাকেন এআইএমআইএম প্রধান। নানা বিষয়ে তাঁকে আওয়াজ তুলতে দেখা গিয়েছে। যার জেরে এই হামলা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ।

তাঁর দিল্লির বাসভবনে শেষ হামলা হয়েছিল ২০২১-এর সেপ্টেম্বরে। সেই সময় ১৩ জনের একটি দল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এবার ফের তাঁর বাসভবনে হামলা হলে চিন্তা প্রকাশ করেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version