Credit Card vs Personal Loan: ক্রেডিট কার্ড নাকি পার্সোনাল লোন? বিপদে পড়লে কার আশ্রয় নেবেন?

।। প্রথম কলকাতা ।।

Credit Card vs Personal Loan: মানুষ যখন বিপদে পড়ে, প্রয়োজনে টাকার দরকার হয় তখন লোনের কথা ভাবে।ষ, কিন্তু তখনই প্রশ্ন জাগে, ঠিক কোন ধরনের লোন নিলে ঝক্কি কম পোহাতে হবে। কারণ লোন মানেই তার সুদ রয়েছে। সময় মত ফেরত দেওয়ার একটা ব্যাপার রয়েছে। সাধারণত দুটো উপায় মানুষের মাথায় বেশি আসে একটা ক্রেডিট কার্ডের লোন আর একটা পার্সোনাল লোন। ক্রেডিট কার্ড নাকি পার্সোনাল লোন, কোন লোন বেশি সুবিধাজনক? কোন লোন নিলে সব সময় দুশ্চিন্তায় থাকতে হবে না? আপনি যদি লোন নেওয়ার কথা ভেবে থাকেন এবং প্রশ্নটা আপনারও মনে জাগে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। প্রশ্নের উত্তরটা অবশ্যই জেনে রাখুন ভবিষ্যতে কাজে দেবে।

জরুরি সময়ে মাঝে মাঝে অর্থের প্রয়োজন হয়। অর্থের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ক্রেডিট কার্ড লোন বা ব্যক্তিগত ঋণের আশ্রয় নেন অনেকেই। যাইহোক, উভয় ধরনের ঋণের উপর ব্যাঙ্ক দ্বারা খুব উচ্চ সুদ চার্জ করা হয়। অনেকে ক্রেডিট কার্ড লোন বা পার্সোনাল লোনকে একই বলে মনে করেন কিন্তু তা নয়। দুই মধ্যে একটি বিশাল পার্থক্য আছে।

ক্রেডিট কার্ড নাকি ব্যক্তিগত ঋণ?

বিশেষজ্ঞদের মতে, যখন আপনার অল্প সময়ের জন্য একটি ছোট ঋণের প্রয়োজন হবে, তখন ক্রেডিট কার্ড ঋণ একটি ভাল বিকল্প। এটি তাৎক্ষণিক তহবিল বিকল্প, কারণ এটি আপনার কার্ডে অব্যবহৃত ক্রেডিট পরিমাণের বিপরীতে জমা হয়। সুদের হার তুলনামূলক কম। আপনাকে নথি সংগ্রহ করতে হবে না। একই সময়ে, আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ঋণ নিতে চান, তাহলে ব্যক্তিগত ঋণ নেওয়া ভালো সিদ্ধান্ত। ক্রেডিট কার্ডের লোন বেশি হলে, আপনি এটিকে ইএমআইতে রূপান্তর করতে পারেন। যাইহোক, এর জন্য আপনাকে অনেক চার্জ যেমন প্রসেসিং ফি, প্রিপেমেন্ট চার্জ এবং জিএসটি দিতে হবে। তাই এটি ব্যক্তিগত ঋণের চেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রতি মাসে দিতে হবে ইএমআই। যেখানে ক্রেডিট লাইনে প্রথমে শুধুমাত্র সুদ, পরে পরিশোধ করতে পারবেন আসল টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version