Kashmiri Tulip: কাশ্মীর নয়, টিউলিপের মনোরম দৃশ্য উপভোগ করতে বাড়িতেই তৈরি করুন বাগান

।। প্রথম কলকাতা।।

Kashmiri Tulip: টিউলিপের সৌন্দর্য আলাদা করে বর্ণনা করার কোনরকম প্রয়োজন নেই । সকলেই জানেন টিউলিপের সৌন্দর্য সম্পর্কে। আমাদের দেশের কাশ্মীরে সবথেকে বেশি পরিমাণে টিউলিপ চাষ করা হয়। প্রতিবছর সেখানে শীতের মরশুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাস নাগাদ খোলা হয় টিউলিপ গার্ডেন । বহু পর্যটক এসে সেই বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন । কিন্তু অনেকের পক্ষে কাশ্মীরে গিয়ে টিউলিপের দর্শন করা সাধ্যের মধ্যে পড়বে না। তাই বলে কি তাঁরা টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না ?

এমনটা কিন্তু নয়। কাশ্মীর না যাওয়া যেতেই পারে । তবে নিজের বাড়িতে একটা হাঁড়ির মধ্যে টিউলিপ চাষ করা এমন কিছু কষ্টকর ব্যাপার নয়। যারা ছাদ বাগান কিংবা বাড়িতে বাগান তৈরি করতে পছন্দ করেন তাঁরা অনেকেই ডালিয়া, লিলিয়াম, টিউলিপ , গোলাপ গাছ বাড়িতে লাগিয়ে থাকেন। আপনিও তাই ইচ্ছে করলেই বাড়িতে টিউলিপ গাছ লাগাতে পারেন। কীভাবে বীজ সংগ্রহ করবেন ? কীভাবে চারা রোপণ করবেন ? কীভাবে টিউলিপ গাছের যত্ন নেবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রইল আজকের প্রতিবেদনে।

* বীজ সংগ্রহ : টিউলিপের বীজ দেখতে ঠিক একটা রসুনের সমান হয়। বাজার থেকে সহজেই টিউলিপের বীজ কিনে আনা যেতে পারে। এছাড়া অনলাইন মাধ্যমে টিউলিপের বীজ পাওয়া যায় । যদি কোন নার্সারি থেকে টিউলিপের বীজ কেনা হয়। তবে প্রতি বীজ পিছু ৭০ টাকা খরচ করতে হবে। একটি বীজ সংগ্রহ করে সেটি বাড়িতে ফ্রিজে কিংবা কোনো ঠান্ডা জায়গায় স্টোর করে রেখে দিন। যা চারা রোপণের সময় অঙ্কুর তাড়াতাড়ি বের হতে সাহায্য করবে।

* কী কী প্রস্তুতি প্রয়োজন ?

১. সর্বপ্রথম একটা পাত্রে বালি মাটি নিয়ে নিন। আর সেই মাটির সাথে কোকোপিট, ভার্মি কম্পোস্ট , গোবর সার ভালো করে মিশিয়ে নিন।

২. এরপর সেই পাত্রটিকে ছায়াময় কোন জায়গায় বসিয়ে রাখুন। মূল কথা হল মাটিকে ঠান্ডা করতে হবে। একটা গোটা রাত কোন ঠান্ডা জায়গায় রাখার পর দিনের বেলা বীজ বপন করতে পারেন।

৩. টিউলিপের বীজের যে অংশ থেকে অঙ্কুর বের হচ্ছে সেটি মাটির নিচে রাখুন । অবশ্যই বীজ বপনের আগে মাটি আর্দ্র করে নেবেন।

৪. যে পাত্রে বীজ বপন করবেন সেখানে সাতদিনে একবার স্প্রে বটল দিয়ে জল প্রয়োগ করবেন। আর যদি বৃষ্টি হয় তবে সেই সপ্তাহে জলের প্রয়োজন নেই।

৫. টিউলিপ ফুল সম্পূর্ণ ফোটার জন্য ১২ থেকে ১৪ সপ্তাহ শীতল পরিবেশ অত্যন্ত প্রয়োজন। যদিও আবহাওয়ার বদলের সাথে সাথে ফুল শুকিয়ে যেতে শুরু করবে কিন্তু গাছ তরতাজা থাকবে।

৬. যদি মনে হয় তবে অবশ্যই পুরনো গাছ উপড়ে ফেলে দিয়ে মূল থেকে বীজ সংগ্রহ করে রাখতে পারেন। তা আগামী বছরের জন্য সংগ্রহ করে রেখে দিন বাড়িতে। যাতে পরের বছরের সিজনেও আপনার বাড়ির বারান্দায় সুন্দরভাবে ফুটে উঠতে পারে টিউলিপ।

টিউলিপের একাধিক প্রজাতি রয়েছে বিশ্বজুড়ে। এই ধরনের ফুল সাধারণত শীতকালেই জন্মায় আর তারপর বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফুল ফুটতে থাকে। শুধুমাত্র এই টিউলিপ দেখার জন্য অনেকে সুইজারল্যান্ডে উড়ে যেতে পছন্দ করেন । টিউলিপের গার্ডেনে বহু সিনেমার শুটিং পর্যন্ত করা হয় । এই ফুলগুলি সবসময় আলোর দিকে ঝুঁকে থাকে । আর এর বিভিন্ন রঙ এমনি দর্শকদের মনকে মুগ্ধ করে দিতে সক্ষম । উপরে উল্লেখিত পদ্ধতিগুলি মেনে আপনিও খুব সহজেই নিজের বাড়িতে চাষ করতে পারবেন টিউলিপ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version