Kolkata Covid Update: কলকাতায় কোভিড পজিটিভ! বেলেঘাটা ID-তে চিকিৎসাধীন ব্রিটিশ পর্যটক

।। প্রথম কলকাতা ।।

Kolkata Covid Update: ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট বিশ্ববাসীর কপালে চিন্তার কালো ছায়া তৈরি করেছে ইতিমধ্যেই। চীনে যেভাবে বি এফ.৭ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে তা থেকে আগেভাগে সতর্ক হতে চাইছে ভারত। এই মত পরিস্থিতিতে আজ রাজ্য স্বাস্থ্য দফতর রাজ্যের হাসপাতাল গুলির সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। তারই মধ্যে উদ্বেগজনক একটি খবর এল প্রকাশ্যে। কলকাতায় (Kolkata) ইতিমধ্যেই কোভিড পজেটিভ (Covid Positive) পাওয়া গিয়েছে এক ব্রিটিশ পর্যটকের (Foreigner)। দমদম বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বেলেঘাটা আইডিতে (Beleghata ID) ।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে দমদম বিমানবন্দরের কুয়ালালামপুর থেকে একটি বিমান এসে নামে। আর সেই বিমানে থাকা সকল যাত্রীদেরই করোনা পরীক্ষা করানো হয়। বিমানবন্দরে ওই বিমানেই ছিলেন সেই ব্রিটিশ মহিলা। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই তাকে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডিতে। তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধ গয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর যাত্রা পথের মাঝে কোভিড হওয়ার কারণে আপাতত কলকাতায় চিকিৎসাধীন থাকবেন তিনি।

একইসঙ্গে আরও জানা গিয়েছে, ওই পর্যটকের নমুনা সংগ্রহ করে তা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। করোনা পজিটিভ এসেছে কিন্তু পর্যটক নতুন ভ্যারিয়েন্ট বি এফ. ৭ জীবাণু দ্বারা সংক্রমিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্টের উপরেই ভরসা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই শনিবার ব্যাংকক থেকে কলকাতায় আসা আরও এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে । গতকাল চিন থেকে আগ্রায় আসা এক ব্যক্তির করোনা রিপোর্টও পজেটিভ আসায় তাকেও আইসোলেশনে রাখা হয়। জানা গিয়েছে, কলকাতা ট্রপিক্যাল ইনস্টিটিউটে জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার সকল পরিকাঠামো মজুত রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version