Coronavirus: বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা, ভারতে কি চতুর্থ ডোজ লাগবে? কী বলছেন বিশেষজ্ঞরা?

।। প্রথম কলকাতা ।।

Coronavirus: গোটা বিশ্বে করোনা সংক্রমণের ধারা এখনো অব্যাহত। একের পর এক করোনার নতুন ভ্যারিয়েন্ট মাঝে মাঝে আতঙ্কের ঝড় তুলছে। কিছুদিন আগে পর্যন্ত চীনকে নিয়ে গোটা বিশ্বজুড়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭(BF.7) নিয়ে বেশ হইচই পড়ে যায়। এর মাঝে প্রশ্ন উঠছে, ভারতে করোনার চতুর্থ ডোজের কি প্রয়োজন রয়েছে? ‘আজ তাক’ এর সূত্র অনুযায়ী, এই প্রশ্নের উত্তরে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর মহামারী বিদ্যা এবং সংক্রামক রোগের প্রাক্তন প্রধান জানিয়েছেন, করোনা ভাইরাস আর এর ভ্যারিয়েন্ট সম্পর্কে বিদ্যমান অবস্থা অনুযায়ী বর্তমানে চতুর্থ ডোজের কোন প্রয়োজন নেই। বিশেষ করে যেখানে ভারতের বহু ব্যক্তি ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন।

করোনা ভাইরাসের বারংবার মিউটেশনের কারণে ভ্যাকসিনের এতগুলি ডোজের প্রয়োজন পড়ছে। তবে করোনা এখন নতুন ভ্যাকসিনের প্রয়োজনের জন্য যথেষ্ট পরিবর্তিত হয়নি। এমত পরিস্থিতিতে সাধারণ মানুষকে টিসেল ইমিউন প্রতিক্রিয়ার উপর নির্ভর করতে হবে। পাশাপাশি বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের মাস্ক পরার মতো সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত। চতুর্থ ডোজ নিয়ে কিন্তু বিবেচনা করা উচিত। কারণ যদি করোনার নতুন রূপ ভারতে আঘাত হানে সেক্ষেত্রে তা সম্পূর্ণ নতুন বৈকল্পিক হতে পারে। দেশের প্রথম ন্যাজাল টিকা ২৬শে জানুয়ারি থেকে চালু হতে চলেছে। দেশীয় ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক ২৬শে জানুয়ারি ভারতে প্রথম এই ধরনের কোভিড ভ্যাকসিন চালু করবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ক্রমবর্ধমান মামলার মধ্যে কেন্দ্রীয় সরকার ২০২২ শের ২৩শে ডিসেম্বর ভারতের এই ভ্যাকসিন অনুমোদন করেছিল। মূলত এটি বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। যে কোনো বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে। ভারত সরকার কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতেও এই টিকাকে অন্তর্ভুক্ত করেছে।

আপাতত করোনা নিয়ে যে ভারতে কোন বড়সড় ঝুঁকি নেই, তা ঘোষণা করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। প্রায় একমাস আগে যেভাবে সারা দেশ জুড়ে করোনা নিয়ে নতুন আতঙ্ক শুরু হয়েছিল, তা নিয়ে আপাতত ভয়ের কিছু নেই। ইউরোপীয় যে দেশগুলিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে ভারতের তার প্রভাব খুব একটা পড়বে না। বিশ্বজুড়ে করোনার মারাত্মক দাপট থাকলেও ভারতে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একদিন আগে ভারতের করোনা সংক্রমণের সংখ্যা মাত্র ১২৫। তাই করোনার নতুন রূপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version