Vastu tips: বাড়িতে নিত্য অশান্তি? শান্তি ফেরাতে বাড়িতে শঙ্খ রাখুন এই দিকে

।।প্রথম কলকাতা।।

Vastu tips: শঙ্খ ছাড়া বাঙালি বাড়ি ভাবা যায় না। এখনো অনেক বাড়িতে তুলসী মঞ্চে সন্ধেবেলার শঙ্খধ্বনি না পড়লে সান্ধ্য আয়োজন শুরুই হয়না! শঙ্খধ্বনি না হল সেই পুজো পূর্ণতা পায়না।বলা হয়, ভগবান শ্রীবিষ্ণুর প্রতীক হল শঙ্খ(conch shell)। শঙ্খধ্বনিতে বিষ্ণু,শ্রীকৃষ্ণ বিশ্বের নানান বিবাদ দূর করে দিয়েছেন। ফলে সেই মত অনুযায়ী, বাড়িতেও শঙ্খ রাখলে ও তা বাজালে বিভিন্ন বিপদ দূর হতে পারে। তবে বাস্তুশাস্ত্র মতে বাড়ির নির্দিষ্ট দিকে শঙ্খ রাখলে তা সুফল বয়ে আনে।

বাড়িতে অন্তত ২টি শাঁখ রাখবেন। এই দুটি শাঁখ পরস্পরের থেকে আলাদা রাখবেন।যে শাঁখ বাজানো হয় তা জল(water) দিয়ে পুজোর কাজে ব্যবহার করা যাবে না। এই ধরনের শাঁখ হলুদ কাপড়ের ওপর রাখা উচিত।যে শাঁখটিকে বাজানো হয় তার থেকে পুজোর কাজে ব্যবহৃত শাঁখটিকে কিছু ওপরে স্থাপন করতে হবে। একই কাজে ব্যবহৃত দুটি শঙ্খ কখনোই এক ঘরে রাখবেন না।

জলশঙ্খ নিয়মিত গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে সাদা( white)কাপড়ে মুড়ে রাখতে হবে।শাঁখ কখনোই শিবলিঙ্গের চেয়ে উঁচুতে রাখবেন না। পুজোর সময় শাঁখের সঙ্গে শিবলিঙ্গের যেন স্পর্শ না হয়।মহাদেব বা সূর্যদেবের পুজোয় শাঁখ দিয়ে জল অর্পণ করবেন না। অশান্তি দূর করতে হলে শঙ্খ রেখে দিন উত্তর পশ্চিম দিকে। সংসারের সমস্ত জটিলতা কেটে যেতে পারে এই দিকে শঙ্খ রাখলে।

শঙ্খ যেন মাটিতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাঙা বা ফাটল ধরা শঙ্খ গৃহস্থের পক্ষে অমঙ্গলজনক। অনেকেই দক্ষিণাবর্ত শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলেন। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণাবর্ত শঙ্খের ডান দিক খোলা থাকে। মনে করা হয় ধনলক্ষ্মী শাঁখে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয়, তা অশুভ শক্তিকে দূর করে। তাই হিন্দুধর্মের সকল পুজা-অর্চনায় শাঁখ বাজানো গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত।এই শঙ্খকে বেদীতে রেখে রোজ একটি সাদা ফুল দিয়ে পুজো করুন। এতে সংসারে অর্থের অভাব হয়না ও অর্থাগম হয় বলে বিশ্বাস। যে শঙ্খ মুক্তার মতো উজ্জ্বল ও তা দুর্লভ তাকে বলা হয় মোতি শঙ্খ। এই শঙ্খ গৃহস্থে থাকলে আসে সমৃদ্ধি। আসে মানসিক শান্তি। সমস্ত কাজে মেলে সাফল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version