Raja Pateria: বিতর্কিত মন্তব্যের জের, গ্রেফতার কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া

।। প্রথম কলকাতা ।।

Raja Pateria: মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার। ‘প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন’, বলে মন্তব্য করেন তিনি। তার পরেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। ‘এনডিটিভি’ সংবাদমাধ্যম সূত্রে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

সোমবার পাতেরিয়ার মন্তব্য সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। যেখানে তিনি সংবিধানকে ‘বাঁচানোর’ জন্য প্রধানমন্ত্রী মোদীকে ‘হত্যা’ করার কথা বলছেন এক দল লোকের সামনে। উল্লেখ্য, দলীয় কর্মীদের এক সমাবেশে তিনি মোদীর বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, ‘মোদীজি নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন এবং দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন করে তুলবেন। যদি সংবিধান বাঁচাতে চাও, তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও’।

আর তাঁর এহেন মন্তব্যের পর মধ্যপ্রদেশ সরকার প্রাক্তন মন্ত্রী পাতেরিয়ার বিরুদ্ধে পুলিশে মামলা করার নির্দেশ দেয়। পান্নার পাওয়াই থানায় সোমবার বিকেলে পাতেরিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর রাজ্যের Damoh জেলার Hata শহর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ‘যাঁরা ‘ভারত জোড়ো’ যাত্রার ভান করছে, তাঁদের বাস্তবতা সামনে এসে গিয়েছে। মাননীয় মোদীজি বাস করেন মানুষের হৃদয়ে। এটি সমগ্র দেশের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্র। কংগ্রেসের লোকেরা তাঁর সঙ্গে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাই একজন মোদীকে হত্যার কথা বলছেন। এ এক চরম বিদ্বেষ। কংগ্রেসের প্রকৃত অনুভূতি এখন প্রকাশ পাচ্ছে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কিন্তু পরবর্তীতে পাতেরিয়া বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version