Mallikarjun Kharge Congress: দুই রাজ্যে ভরাডুবির মুখে কংগ্রেস ! তড়িঘড়ি বৈঠকের ডাক দিলেন মল্লিকার্জুন খাড়গে

।। প্রথম কলকাতা।।

Mallikarjun Kharge Congress: আজ চার রাজ্যের ফলাফল প্রকাশ। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে মধ্যপ্রদেশ ও রাজস্থানও রয়েছে। আর এই ভোটগণনার শুরুর বেশ কয়েকঘন্টা পেরোনোর পর যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ যা পরিস্থিতি তাতে কার্যত ভরাডুবির মুখে কংগ্রেস! আর এই ভরাডুবির পরিস্থিতি তৈরি হতেই মল্লিকার্জুন খাড়গে ফের ইন্ডিয়া জোটের দ্বারস্থ হলেন। সূত্রের খবর, আগামী বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি। পাঁচ রাজ্যের ফলাফলের বিশ্লেষণই শুধু নয়, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে রণকৌশল কী হবে, ওই বৈঠকে সেটা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে ১১৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মধ্যপ্রদেশে সরকার ছিল বিজেপির। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫৪টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৭৬টি আসনে এগিয়ে। ম্যাজিক ফিগারের অনেক বেশি সংখ্যক আসনে এগিয়ে গেরুয়া শিবির। শিবরাজই কি পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন ? নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মসনদে বসানোর কথা ভাবতে চলেছে পদ্ম শিবির? যা জানা যাবে ভোটের ফলাফল প্রকাশের পর

রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। কারণ গত তিন দশক ধরে রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর কুর্সি বদল হয়ে আসছে। এবারও কি একই দিকেই ঝুঁকছে রাজস্থানবাসী? সর্বশেষ আপডেট অনুযায়ী, রাজস্থানে ১১৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। কংগ্রেস এগিয়ে আছে ৬৭টি আসনে।

উল্লেখ্য, এর আগে ইন্ডিয়া জোট এর বৈঠকে আলোচনা পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস প্রমাণ করবে, দেশের মানুষ তাদের ফিরে পেতে চাইছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি মনে করেছিল দেশের মানুষ পরিবর্তন চাইছে। কংগ্রেস সেই চাহিদা পূরণ করবে। কিন্তু সেই চাহিদায় ভাটা পড়তে যে চলেছে তার কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভোটের ফলাফল দেখে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version