100 Rupee Coin: আসছে ১০০ টাকার কয়েন! দেখতে কেমন? কীভাবে পাবেন?

।। প্রথম কলকাতা ।।

100 Rupee Coin: আসছে ১০০ টাকার নতুন কয়েন (100 Rupee Coin)। ‘মন কি বাত’ (Maan Ki Baat) এর ১০০তম পর্ব পূর্ণ উপলক্ষে এই ১০০ টাকার স্মারক কয়েন জারি করা হয়েছে। টাকার কয়েন বলতেই চোখের সামনে ভেসে ওঠে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ২ টাকা কিংবা ১ টাকার কয়েন। কিন্তু ১০০ টাকার কয়েন দেখা যায় না। এবার ১০০ টাকার নতুন কয়েন আসতে চলেছে। ইতিমধ্যেই সেই নিয়ে চলছে জোর প্রস্তুতি। মন কি বাতের ১০০তম পর্বটিকে স্মরণ করে রাখতে নতুন কয়েকটি জারি করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক পরিকল্পনা।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পর্ব সম্প্রচার করা হবে প্রায় এক লক্ষের বেশি কেন্দ্র থেকে। এই উপলক্ষে যে ১০০ টাকার কয়েনটি জারি করা হয়েছে সেটি দেখতে গোলাকার , আয়তনে প্রায় ৪৪ মিলিমিটার। এটি তৈরি হয়েছে রুপো, তামার, নিকেল এবং দস্তা দিয়ে। কয়েনটির একদিকে অশোক স্তম্ভের সিংহ থাকবে। নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। উল্টোদিকে থাকবে মন কি বাত এর ১০০তম পর্বের প্রতীক। এছাড়াও শব্দ তরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি। তার উপর লেখা থাকবে ২০২৩। শোনা যাচ্ছে, কয়েনটির ওজন হবে প্রায় ৩৫ গ্রাম। যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার ১০০ টাকার স্মারক মুদ্রা আনা হয়েছিল। ২০১০, ২০১১, ২০১২, ২০১৪ এবং ২০১৫ সালে ১০০ টাকার একটি স্মারক মুদ্রা আনা হয়।

নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ এর ১০০ পর্বের অনুষ্ঠান হবে আগামী ৩০শে এপ্রিল। সেখানেই ১০০ টাকার কয়েন প্রকাশ করবেন তিনি। বিষয়টি নিয়ে উৎসাহিত গোটা দেশ। এই ধরনের অনন্য মুদ্রা স্মারক মুদ্রা হিসাবে পরিচিত। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্য ১৯৬৪ সালে প্রথমবারের মতো স্মারক মুদ্রা জারি করা হয়েছিল। ভারত সরকার এখন পর্যন্ত ৭৫ টাকা, ১০০ টাকা, ১২৫ টাকা, ১৫০ টাকা, ২৫০ টাকা এবং ১০০০ টাকার স্মারক কয়েন জারি করেছে। এখন নিশ্চয়ই ভাবছেন, এগুলো বাজারে দেখা যায় না, তাহলে কে নেয়। অনেকেই এই ধরনের অনন্য মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করেন। আপনি ইন্ডিয়া সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড কারেন্সি ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটের সাহায্যে এগুলি কিনতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version