।। প্রথম কলকাতা ।।
Winter home maintenance: শীত এলেই অনেকে দরজা-জানলা বন্ধ করে নিশ্চিন্ত থাকেন। কিন্তু ঘরের (House) এই বদ্ধ পরিবেশেই থাকতে পারে অনেক মারাত্মক জীবাণু যা হতে পারে এলার্জি এবং অন্যান্য রোগের কারণ।
শীতে ঘরের ভেতর যদি একই বাতাস বারে বারে ঘুরতে থাকে তবে অ্যালার্জেন ও অন্যান্য ক্ষতিকর জীবাণু ক্রমাগত সংখ্যায় বাড়তে থাকে। তখন বাইরের চেয়ে ঘরের ভেতরের বাতাস দুই থেকে পাঁচ গুণ বেশি দূষিত হয়ে পড়ে। এই অবস্থায় রাতে দিনে অন্তত দুবার ঘরে দরজা,জানলা (Window) খুলে দিন। সকাল ও সন্ধ্যার আগে বাইরের বাতাস ঘরে প্রবেশ করতে দিন। ঘর গরম রাখতে রুম হিটার ব্যবহার করতে পারেন।
প্রতিদিন ঘর ঝেড়ে মুছে সাফ রাখুন। ঘরের দেয়ালগুলো সাফ রাখুন। প্রয়োজনে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। পোষা কুকুর বিড়াল থাকলে সপ্তাহে একদিন তাদের স্নান করিয়ে দিন।
বিছানার চাদর, কম্বল কাঁথা ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিন। বাচ্চাদের ব্যবহারে জিনিসগুলো ধোয়ার সময় স্যাভলন, ডেটল জাতীয় দ্রব্য ব্যবহার করুন।
শীতকালে দুই স্তরবিশিষ্ট পর্দা ব্যবহার করতে পারেন প্রথম স্তরের পর্দা হবে পাতলা এবং হালকা রঙের এবং দ্বিতীয় স্তরের পর্দা হবে ভারী কাপড়ের এবং গাঢ় রঙের। দিনের বেলা ভারী পর্দা সরিয়ে রাখুন যাতে সূর্যের আলো, বাতাস ঘরে প্রবেশ করতে পারে।
বাগানের কাজগুলো ছেটে দিন মরা ডালপালা সংগ্রহ করে শুকনো স্থানে জড়ো করে রাখতে পারেন। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে তাই কাছে পরিণত জল দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম