chief minister seleaction: হিন্দি হার্টল্যান্ডের তিন রাজ্যে ক্লিন স্যুইপ, কাদের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল বিজেপি ?

।। প্রথম কলকাতা।।

chief minister seleaction: হিন্দি বলয়ের তিন রাজ্যে গেরুয়া ঝড়ে বেসামাল বিরোধীরা। তিনটি রাজ্যেই সেরার সেরা হয়ে শিরোপা দখল করে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী নির্বাচন করা নির্বাচনে জয়ের পর এবার সবচেয়ে বড় বিষয়। খুব শীঘ্রই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করবে বিজেপি। কিন্তু কাদের নাম সবার প্রথমে রয়েছে? বা কাদের নামে ইতিমধ্যে সিলমোহর পড়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক…

রাজস্থান: রাজস্থানে দু’টি মেয়াদ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এই মুহূর্তে বসুন্ধরা বর্তমানে সর্বভারতীয় সংগঠনে সহ সভাপতি পদে রয়েছেন। তাঁকে কেন্দ্রীয় সংগঠনে রেখে দেওয়া হবে নাকি রাজ্যে পাঠানো হবে সেই দোটানার মধ্যে ছিলেন সকলেই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে উপরে রাখা হয়েছে বসুন্ধরা রাজেকেই।

মধ্যপ্রদেশ: মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিধানসভা নির্বাচনের আগে থেকেই মধ্য প্রদেশের বিজেপিতে চলছিল দড়ি টানাটানি। এই ‘বিরাট’ জয়ের পিছনে কৃতিত্ব কম নয় শিবরাজ সিং চৌহানের। উঠে আসছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও। তবে শেষমেশ মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে ফের একবার দেখা যেতে পারে শিবরাজ সিং চৌহানকেই।

ছত্তিশগড়: এই রাজ্যে জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত ছিল কংগ্রেস। কিন্তু শেষমেশ পাশা পাল্টে ফেলে গেরুয়া শিবির। ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিলেন সরোজ পান্ডে, বিজয় বাঘেল এবং রেণুকা সিং-এর নামও। তবে শেষমেশ শেষ মেশ ভাগ্যে শিকে ছিঁড়ল ছত্তিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং এর। তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রত্যেকটি নাম নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার কেবলমাত্র ঘোষণার অপেক্ষা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে কংগ্রেসের কাছে সান্ত্বনা পুরস্কার শুধুমাত্র তেলাঙ্গানা। রেবন্ত রেড্ডি দলকে চমকপ্রদ জয় এনে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে। তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে কংগ্রেস বলে খবর মিলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version