CPR: হঠাৎ হার্ট অ্যাটাক হওয়া যাত্রীকে প্রাণে বাঁচালেন সিআইএসএফ কর্মী, দেখুন ভিডিও

।। প্রথম কলকাতা ।।

CPR: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যা দেখলে একজন মানুষকে আপনি স্যালুট জানাবেন। সঠিক সময়ে বিচক্ষণতার পরিচয় যে একজন মানুষের জীবন বাঁচাতে পারে তার প্রমাণ এই ভিডিওটি। বর্তমানে হার্ট অ্যাটাক (Heart attack) বহু মানুষের কাছে রীতিমত আতঙ্কের মতো। বহু মানুষ শুধুমাত্র অসচেতনতা এবং সঠিক সময় চিকিৎসার অভাবে হার্ট অ্যাটাকের কারণে মারা যান। হঠাৎ হার্ট অ্যাটাক হলে যদি খুব দ্রুত সিপিআর (CPR) দেওয়া যায় তাহলে সেই মানুষটি প্রাণে বেঁচে যেতে পারেন। সিপিআর দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। যে কোনো সাধারণ ব্যক্তি এটি করতে পারেন। শুধুমাত্র সঠিক পদ্ধতি জানতে হবে। সম্প্রতি আহমেদাবাদ এয়ারপোর্টে (Ahmedabad Airport) এক ব্যক্তিকে সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন সিআইএসএফ (CISF) কর্মী।

আহমেদাবাদ বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা চলাকালীন মুম্বাইগামী এক যাত্রীর হার্ট অ্যাটাক হয়। সিআইএসএফ সাব-ইন্সপেক্টর (CISF Sub-inspector) কপিল রাঘব (Kapil Raghav) অবিলম্বে যাত্রীর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সঞ্চালন করেন এবং তাকে সফলভাবে সুস্থ করতে সক্ষম হন। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে বহু মানুষ সিআইএসএফ কর্মীকে স্যালুট জানিয়েছেন। আপনি যদি এই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

সিপিআর (CPR) কে আসলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলা হয়, যাতে অচেতন রোগীর বুকে চাপ দেওয়া হয় এবং কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়, যাতে ফুসফুসে অক্সিজেনের ঘাটতি না হয়। এটি হার্ট অ্যাটাক এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে একজন ব্যক্তির জীবন বাঁচাতে পারে। CPR জরুরি পরিস্থিতিতে দেওয়া একটি মেডিক্যাল থেরাপি হিসাবে বিবেচিত হয়। এটি একটি পরীক্ষিত পদ্ধতি যা এমন লোকদের জীবন বাঁচিয়েছে যাদের প্রায়ই শ্বাস নিতে সমস্যা হয়।

সর্বদা মনে রাখবেন কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য রয়েছে। এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আসলে কার্ডিয়াক অ্যারেস্টে হৃদপিণ্ডের স্পন্দন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। যার কারণে চিকিৎসকরাও রোগীকে দেখার সময় পায় না । কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে প্রায় ৪৫ থেকে ১ ঘন্টার মতো সময় থাকে, তার মধ্যে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রোগীকে সুস্থ করা যায়। যদি চোখের সামনে দেখেন কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাহলে যথাযথ বুদ্ধি কাজে লাগিয়ে ফলো করতে হবে COLS (Compression Only Life Support )।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version