Christmas Tree and Adam-Eve: অ্যাডম-ইভের জন্যই প্রথম পোঁতা হয়েছিল ক্রিসমাস ট্রি! আসল গল্পটা কী ?

।। প্রথম কলকাতা ।।

Christmas Tree and Adam-Eve: বড়দিন বা ক্রিসমাস এই নামটা শোনার পরেই আমাদের চোখের সামনে খুব চেনা একটা ছবি ভেসে ওঠে। ঠান্ডার মরসুমে চারিদিক আলোয় সাজানো, ঘরে ঘরে কেকের সুবাস, সব মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশ। যদিও এই উৎসব খ্রিস্টান ধর্মাবলম্বীদের কিন্তু কালের স্রোতে এখন বড়দিন বা ক্রিসমাস সকলেই পালন করে থাকেন। শহর কলকাতার আনাচে-কানাচে ক্রিসমাসের ছোঁয়া দেখতে পাওয়া যায়। বেশ কিছুদিন আগে থেকেই কেকের দোকানগুলি নিত্য নতুন রকমারি কেক দিয়ে সেজে ওঠে। ক্রিসমাস ডেকোরেশনের জন্য দোকানে দোকানে পাওয়া যায় হরেক রকম জিনিস।

আর সবথেকে আকর্ষণীয় বিষয়বস্তু হল ক্রিসমাসের গাছ অর্থাৎ ক্রিসমাস ট্রি (Christmas Tree) । পাইন বা দেবদারু গাছকে ক্রিসমাসের দিন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। এই ক্রিসমাস ট্রি আর্টিফিশিয়ালি তৈরি করে বিক্রি করা হয় দোকানে দোকানে। যদিও ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে উত্তর ইউরোপে। কারন সেখানকার মানুষ এই গাছটিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করতেন। তাদের বাড়ির বাগানেই থাকত ক্রিসমাস ট্রি। চিরসবুজ গাছগুলি অশুভ শক্তি দূর করতে সক্ষম হলে মনে করেন তাঁরা। সেখান থেকে এই গাছ সাজানোর প্রচলন শুরু হয়। কিন্তু প্রচলিত কথা অনুযায়ী , প্রথম পৃথিবীতে ক্রিসমাস ট্রি পোঁতা হয়েছিল অ্যাডাম ও ইভের জন্য।

কারা এই অ্যাডাম এবং ইভ (Adam and Eve) ? কেনই বা তাদের জন্য ক্রিসমাস ট্রি পোঁতা হয়েছিল ? জুডিও-খ্রিস্টান (Judeo-christian ) এবং ইসলামিক (Islamic ) ঐতিহ্যে, আদি মানব দম্পতি বা মানব জাতির পিতামাতা হলেন অ্যাডম এবং ইভ। বাইবেলে যে বিবরণ দেওয়া রয়েছে তাঁর মতে, ঈশ্বর পৃথিবীর ধূলিকণা দিয়ে গঠন করেছিলেন একটি মানব আকৃতি । আর তাঁর নাকে জীবনের নিঃশ্বাস ফুঁকে দিয়েছিলেন । এই ভাবেই পৃথিবীর বুকে জন্ম নেয় প্রথম পুরুষ অ্যাডম। পৃথিবীতে যাতে অ্যাডাম একা না থাকে তাই তাঁর সঙ্গী হিসেবে তৈরি করা হয়েছিল ইভকে। অ্যাডমের বুকের একটি পাঁজর দিয়ে তাঁর নতুন সঙ্গীকে তৈরি করা হয়। আর প্রচলিত গল্পকথা অনুযায়ী , অ্যাডাম আর ইভের খেলার জন্য এই ক্রিসমাস ট্রি পৃথিবীর বুকে প্রথম লাগানো হয়।

অন্যদিকে আবার যীশু খ্রিস্টের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ক্রিসমাস ট্রি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন যীশু যখন জন্ম গ্রহণ করেছিলেন তখন তাঁর বাবা জোসেফ এবং মা মেরিকে অভিনন্দন জানানোর জন্য প্রতিবেশীরা নিজেদের বাড়ির চির সবুজ পাইন গাছ আলো দিয়ে সাজিয়ে তুলেছিলেন। আর তারপর থেকেই ক্রিসমাসের দিন পাইন গাছ বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়ে তোলার রীতি প্রচলিত রয়েছে। এই ক্রিসমাস ট্রির পেছনে আসল কাহিনী বা আসল কারণ যাই হোক না কেন গোটা বিশ্বজুড়ে ক্রিসমাসের অন্যতম আকর্ষণ হল ক্রিসমাস ট্রি। আগামীতেও এই ভাবেই বড়দিনে গুরুত্ব পাবে ক্রিসমাস ট্রি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version