Christmas Tree : দোরগোড়ায় বড়দিন, ক্রিসমাস ট্রির সাজসজ্জায় ব্যবহৃত জিনিসগুলির অর্থ জানেন ?

।। প্রথম কলকাতা ।।

Christmas Tree: বড়দিন বা ক্রিসমাস (Christmas) মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা শীতের সন্ধ্যা, শঙ্কু আকৃতির পাইন গাছ আর সেটি সাজানো আলো দিয়ে। একই সঙ্গে ওই গাছ থেকে ঝুলছে বল, তারা ইত্যাদ। বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস । এই ছবিটা আমাদের খুবই চেনা। ক্রিসমাসের দিন রঙবেরঙের জিনিস দিয়ে সাজিয়ে (Decorations) তোলা হয় সবুজ রঙের পাইন গাছটিকে। কারণ এই ক্রিসমাস ট্রি (Christmas Tree) ছাড়া একেবারেই অসম্পূর্ণ বড়দিন। প্রথম উত্তর ইউরোপে ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হয়, এমনটাই বলছে বাইবেল (Bible)।

সেই সময় যদিও ক্রিসমাস ট্রিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করতেন উত্তর ইউরোপীয়রা। তাদের ধারণা ছিল বাড়িতে যদি সবুজ পাইন গাছ থাকে তবে কোনরকম অশুভ শক্তির আনাগোনা হয় না। আর এই ধ্যান ধারণা থেকেই বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর রীতি শুরু হয়। এখনও পর্যন্ত সেই রীতি চলে আসছে। এখন আসল পাইন গাছ সকলের বাড়িতে না থাকার কারণে আর্টিফিশিয়াল পাইন গাছের ব্যবহার করা হয়। সেই গাছগুলিকেও সাজিয়ে তোলা হয় চকলেট, বেল, তারা, খেলনা অথবা ঘণ্টা দিয়ে। যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। তবে জানেন কি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য যা যা ব্যবহার করা হয় সেগুলি প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন-

বিদেশে ক্রিসমাসকে নিয়ে বেশ উন্মাদনা দেখতে পাওয়া যায় । থ্যাংকস গিভিং পর্ব মিটলেই প্রত্যেকটি বিদেশি বাড়িতে ক্রিসমাস ট্রির সাজসজ্জা নিয়ে চিন্তা শুরু হয় বাড়ির সামনে সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলা হয়। অনেকে আবার বাড়ির ভেতরেও এই ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকেন । বাচ্চারা ক্রিসমাস ট্রি সাজানোর কাজে ভীষণ উৎসাহ প্রকাশ করে । বর্তমানে ভারতেও বড় দিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই বলাই যায় বড়দিন শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য নয়, বড়দিন মানবজাতির উৎসব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version