Jesus story : সামনেই বড়দিন, যিশুখ্রীষ্টের জীবনের অজানা কথা

।। প্রথম কলকাতা ।।

Jesus story: কিছুদিন পরেই ক্রিসমাস। বিশ্বজুড়ে পালন করা হবে যিশুর জন্মদিন। সঠিক পথ দেখাতে এসেছিলেন পৃথিবীতে যিশু। যিশুর জীবন সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য আজ জেনে নেওয়া যাক।

২৫শে ডিসেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় বড়দিন। ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন সঠিক কিনা সে সম্পর্কে সন্দেহ আছে। তারিখ সম্পর্কে অনেক পন্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেকেই বলেন যিশু শীতকালে নয় শরৎ কালে জন্মগ্রহণ করেছিলেন। যীশুর শারীরিক কাঠামো সম্পর্কে খুব বেশি তথ্য (Information) নেই তবে বলা হয় তিনি খুব সাধারণ দেখতে ছিলেন। বাইবেল অনুসারে যিশু ৪০ দিন উপবাস করেছিলেন। যা সাধারণ মানুষ করতে পারে না, তিনি পেরেছিলেন।

ওল্ড টেস্টামেন্টে বলা আছে যীশু মাখন (Butter) ও মধু খেতেন। ঝলসানো মাছ এবং মৌচাক থেকে মধু খেতে তিনি ভালবাসতেন। তিনি রুটিও খেয়েছিলেন যা সেই সময় মানুষের প্রধান খাদ্য ছিল। যিশুর অনেক সৎ ভাই বোন ছিল। এদের নাম যেমন জেমস, জোসেস, জুদাস বাইবেলে (Bible) উল্লেখ করা থাকলেও কোনো বোনের নাম উল্লেখ করা নেই।

১২ জন শিষ‍্য যাদের যিশু ভালবাসতেন এবং যত্ন নিতেন তারা সবাই তাদের কিশোর বয়সের শেষের দিকে ছিলেন। তারা সারা বিশ্বে যীশুর কথা বলতে এবং ঈশ্বরের বার্তা প্রচার করতেন। ম্যাথিউস গসপেল অনুসারে যিশু প্রথম দিকে ছুতোরের কাজ করতেন। ভাই জোসেফের কাছ থেকে এই কাজ শিখেছিলেন যীশু। পরে নগরীর লোকেরা তাকে ছুতোর বলেই পরিচয় দেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version