।। প্রথম কলকাতা ।।
Santa Clause : বড়দিনে গোটা বিশ্বের শিশুদের নাকি উপহার দিয়ে বেড়ান সান্তা ক্লজ। তার বিশাল ঝুড়ির মধ্যে সবার জন্য কিছু না কিছু থাকে। রাত ১২টা বাজলেই সান্তা আসবে।মাঝ রাতে সান্তা এসে উপহার দিয়ে যাবেন বাচ্চাদের।মোজায় ভরে দিয়ে যাবেন চকলেট, (Chocolate) ক্যাটবেরি,লজেন্স আরও কত কী।বড়দিন মানেই সান্তা ক্লজের দেওয়া উপহার। শিশুদের কাছে সান্তা ক্লজ মানব রূপকথার একজন ভালো মানুষ। সাদা দাড়িওয়ালা সান্তা লাল পোশাক আর লাল (Red) টুপি পড়ে।এসব পড়ে বাচ্চাদের আনন্দ দিয়ে থাকেন।কিন্তু সব সময় কেন লাল পোশাকেই আসেন ভেবে দেখেছেন? এর পিছনে রয়েছে একটি বড় কাহিনী।
জেনে নিন সান্তার লাল পোশাকের নেপথ্যের কাহিনী। লাল পায়জামা, লাল জামা,লাল টুপির সাজ সান্তার।যুগ যুগ ধরে এই সাজে আসেন সাদা দাড়িওয়ালা সান্তা বুড়ো।
যে লাল পোশাকে (Dress) আমরা সান্তা ক্লজকে বর্তমানে দেখে অভ্যস্ত বরাবর কিন্তু তার পোশাক এমনটা ছিল না। আগে বাদামি এবং অন্য রঙের পোশাকে দেখা যেত তাকে। এই সব রং এর মধ্যে রয়েছে বেগুনি সাদা এমনকি কালো। বর্তমান দিনে সান্তার চেহারাটা তৈরি করেন থমাস নাস্ট। হারপার উইলকি নামে একটি পত্রিকার জন্য লাল রঙের পোশাকে সান্তাকে আকেন তিনি। অনেকে মনে করেন যে কোকাকোলার বিজ্ঞাপনে প্রথম তাকে লাল রঙের পোশাকে দেখা যায় । তা ঠিক নয়। ১৯৩১ সালে কোকাকোলার বিজ্ঞাপনের আগেই সন্তানকে প্রথম লাল পোশাকে এঁকেছিলেন থমাস নাসট।
লাল পোশাকের সান্তা বেশি জনপ্রিয় হয়ে যায়। আগে শান্তা চেহারা ছিল খুব খুদে। কারণ সব বাড়ির চিমনি দিয়ে তাকে উপহার পৌঁছে দেওয়ার জন্য ভেতরে ঢুকতে হতো। পরে সান্তার চেহারা অনেক বড় হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম