Christmas In Summer: গ্রীষ্মকালে পালিত হয় ক্রিসমাস! কোন দেশে রয়েছে এমন রীতি?

।। প্রথম কলকাতা ।।

Christmas In Summer: বড়দিন বা ক্রিসমাসের কথা ভাবলেই মনে পড়ে শীতকালের কথা, ঠান্ডা দিনের কথা, বরফ দিয়ে বানানো স্নোম্যানের (Snowman) কথা। কিন্তু যদি বড়দিন সেলিব্রেট করার সময় বরফই না থাকে! কখনও কি ভেবে দেখেছেন, গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করলে কেমন হবে? আমাদের সকলের কাছে বড়দিন মানেই শীতের মরসুম। আর সবার গায়ে থাকবে উলের পোশাক, সেইসঙ্গে বাচ্চাদের জন্য থাকবে উপহারের বাহার। কিন্তু পৃথিবীর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয় বড়দিন। কেন? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেখানে কি শীতল হাওয়ায় বড়দিন পালনে কোনও বিধি-নিষেধ রয়েছে? তবে জানা যাক, আসল কাহিনী।

কাহিনী কিছুই না, যখন পৃথিবীর উত্তর গোলার্ধে হার কাঁপানো ঠান্ডা তখন দরদরিয়ে ঘামছেন অস্ট্রেলিয়ার মানুষ। অর্থাৎ যখন এখানে শীতকাল তখন সেখানে গ্রীষ্মকাল (Summer)। তাপমাত্রা এতটাই তীব্র থাকে যে, বলার নয়। এর কারণে কিছু কিছু শপে ‘ক্রিসমাস ইন জুলাই’ লেখা ব্যানার পর্যন্ত দেখা যায়। এমনিতে হলিউডে ১৯৪০-এ ‘ক্রিসমাস ইন জুলাই’ (Christmas in July) নামে একটি ছবি বের হয়েছিল। তো শুধু অস্ট্রেলিয়া নয় নিউজিল্যান্ড, মাদাগাস্কার, বলিভিয়া, সাউথ আফ্রিকা (South Africa), ফ্রেঞ্চ পলিনেশিয়া, প্যারাগুয়ে, সামোয়া, কমোরোস, এঙ্গোলা ও পাপুয়া নিউগিনিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে গ্রীষ্মকাল। তাই সেখানে সান্তাক্লজ লাল ওভারকোর্ট পরে আসে না। তাপের দাবদাহে সেও হাফ প্যান্ট আর স্যান্ডোকেই সঙ্গী করে।

যে কারণে এখানকার মানুষরাও খোলামেলা জায়গায় ছুটি কাটান। অর্থাৎ কোনও বিচ বা কোনও ক্যাম্পিং গ্রাউন্ডে বড়দিন সেলিব্রেট করেন। স্নোম্যানের জায়গায় তখন বাচ্চারা বানায় স্যান্ডম্যান। নিউজিল্যান্ডের মানুষরা হোক কিংবা সাউথ আফ্রিকার, সবাই সেখানে একইভাবে পালন করে ক্রিসমাস। শুধু পালন করার কায়দাটা বদলে যায়। যেমন- মাদাগাস্কারে (Madagascar) সবাই লাল মাফলার ও লাল হ্যাট পরে ক্রিসমাস সেলিব্রেট করেন। বলিভিয়ার (Bolivia) মানুষরা বিচে রোদ পহিয়ে পায় উপহার আর ক্রিসমাস ট্রি বানানোর জন্য রঙিন কাপড় ব্যবহার করেন। অস্ট্রেলিয়াতে ক্রিসমাস ট্রি তৈরি হয় দেশীয় ইউক্যালিপটাস দিয়ে। আবার কেউ কেউ পাম গাছ ব্যবহার করেন ঘর সাজাতে। বলতে গেলে, আমাদের এখানে যখন গ্রীষ্মকাল তখন ওদের ওখানে শীতকাল। আর যখন আমাদের শীতকাল (Winter) তখন ওদের গ্রীষ্মকাল। যে কারণেই ক্রিসমাস যখন আসে তখন ওদের তাপমাত্রা থাকে সপ্তমে। তবে আনন্দে কোন খামতি থাকে না। আবহাওয়ার সঙ্গে মানিয়ে সেখানকার মানুষও নিজের নিজের মতন করে ক্রিসমাসের আনন্দে মেতে ওঠেন। সেখানে স্লেজ গাড়ি না চললেও উপহার ঠিক পৌঁছে যায় বাচ্চাদের হাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version