China Corona: চীনের করোনা সরাসরি আঘাত হানছে মস্তিষ্কে, নষ্ট করে দিচ্ছে কোষ

।। প্রথম কলকাতা ।।

China Corona: করোনা( Corona) এবার ফুসফুসে নয়, সোজা আঘাত হানছে মানুষের মস্তিষ্কে(brain)। ক্ষতি করছে কোষের। গবেষণায় দেখা গিয়েছে, সম্প্রতি চীনে(China) করোনার বিএফ.৭(BF.7) যে ভাবে তাণ্ডব চালাচ্ছে, তা মানুষের মস্তিষ্কে সরাসরি আঘাত করবে। যার কারণে করোনা সংক্রমিত ব্যক্তিদের মস্তিষ্কে জটিল রোগ বাসা বাঁধতে পারে। গবেষকদের অনুমান অনুযায়ী, বিএ.৫(BA.5) এর পরিবর্তিত রূপ বিএফ.৭(BF.7) সাব-ভ্যারিয়েন্টে সংক্রমিত ব্যক্তিরা মস্তিষ্কের নানান রোগের শিকার হতে চলেছেন। এমনটাই দাবি করা হয়েছে, সাউথ চীন মর্নিং পোস্টে।

চীনে এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ভাইরাসের সংক্রমণে মানুষের মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ পথে বাঁধা তৈরি হয়। যার কারণে রক্ত জমাট বেঁধে যায়। যদিও কিভাবে মস্তিষ্কের কোষে করোনা ছড়াচ্ছে সেই সম্পর্কে এখনো বিশদে কিছু জানা যায়নি।

অস্ট্রেলিয়া(Australia) এবং ফ্রান্সের(France) গবেষকরা দেখেছেন, ওমিক্রনের(Omicron) নয়া সাব-ভ্যারিয়েন্ট বিএ.৫ এর পরিবর্তিত রূপ বিএফ.৭ খুব দ্রুত মানুষের মস্তিষ্কের কোষগুলির মারাত্মক ক্ষতি করতে পারে। যার কারণে মস্তিষ্কে ফোলা ভাব, ওজন হ্রাস, এমনকি মৃত্যুর ঝুঁকি রয়েছে। যদিও এই গবেষণায় প্রধান সীমাবদ্ধতা ছিল মাউস মডেল। সেক্ষেত্রে এটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। হংকং বিশ্ববিদ্যালয়ের একজন ভাইরোলজিস্ট জিন ডংইয়ান জানিয়েছেন, সমস্ত ইঁদুর করোনার বিএ রূপ দ্বারা সংক্রামিত হতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, বিটা করোনা ভাইরাসের কোন প্রজাতির মধ্যে কিন্তু এমন ক্ষমতা আগে দেখা যায়নি। মস্তিষ্কে যখনই অক্সিজেন পৌঁছাবে না তখনই সেই কোষগুলি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে।

চীনের করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। দেশটির হাসপাতাল কিংবা মর্গে লম্বা শবের লাইন। চারিদিক ভরে উঠেছে স্বজন হারাধের কান্নায়। প্রিয়জনরা মৃতদেহের কাছে পর্যন্ত যেতে পারছেন না। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ বিএফ.৭ এ সংক্রমিত হচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী ৯০ দিন চীনের জন্য ভয়াবহ সময় হতে পারে। সামনেই বর্ষবরণ। এখনো পর্যন্ত চীনে সেভাবে কড়াকড়ি কোভিড নীতি জারি হয়নি। চীন অতিমারি রুখতে জিরো কোভিড নীতি মেনে এসেছিল। দেশের জনগণের চাপে তা প্রত্যাহারের পর থেকেই সংক্রমণের হার এখন লাগাম ছাড়া। আগামী তিন মাসের মধ্যে চীনের প্রায় ৬০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version