পিওকে জবরদখল করতে পুতিনকে টানল চীন! কেন সার্কাসে পরিণত হচ্ছেন জিনপিং? দিল্লি আগেই দৌড়চ্ছে রেসে

।। প্রথম কলকাতা ।।

পিওকে বাঁচাতে এবার পুতিনের হাত ধরলেন শি জিনপিং। মোদী দুমাসে যা করবেন কেঁদে কুল পাবে না চীন। পুতিন যাচ্ছেন বেজিংয়ে ডাকলেন নিজের বিপদ, কোন পথে জানেন? রাশিয়া ব্ল্যাকমেল করতে পারে ড্রাগনের দেশ। কেন চীনে যাওয়ার প্ল্যান করলেন ভ্লাদিমীর পুতিন? পিওকে নিয়ে চীনকে কীভাবে হেল্প করবেন পুতিন? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান মাথা পা পর্যন্ত যুক্ত গোটা পরিকল্পনায়। দিল্লি শুধু কড়া নজর রাখবে এমনটা খবর নয়। পুতিন চীনের নিমন্ত্রণ রক্ষা আগেই হতে পারে ভারতের কূটনৈতিক খেলা।

এর আগে শি জিনপিং রাশিয়া গিয়েছেন তখন এতটা মাথাব্যাথা ছিল না ভারতের, কিন্তু এবার বড় ইস্যু হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীর। কূটনৈতিক মহলের অনুমান শি জিনপিং ভারতের প্রতিরোধে মুখে অন্য চাল চালছেন। কারণ আন্তর্জাতিক মঞ্চে একবার নয় দুবার বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টকে কার্যত মুখের ওপর রিজেক্ট করে দিয়েছে ভারত। এবার পুতিনকে সঙ্গে নিয়ে ভারতকে ধাক্কা দেওয়ার চেষ্টা? তবে সময়টাই ভুল বাছলেন লাল সুলতান বলছেন বিশ্লেষকেরা। তার ৩০ দিন আগেই খেলে দেবে ভারত। রিপোর্ট বলছে ভ্লাদিমীর পুতিনের অক্টোবর‌ মাসে চীন সফরে যাওয়ার কথা। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে পুতিনকে। ওই প্রকল্পের অন্তর্গত তৈরি একটি সড়ক গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে। এই প্রকল্পকে এবার এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে দিতে চাইছে চীন।

বিশেষজ্ঞদের দাবি, রাশিয়া এই প্রকল্পে চীনের হ্যাঁ হ্যা মেলাতে হাত অনেক শক্ত হবে বেজিংয়ের। সেই ফায়দাটাই এমূহুর্তে তুলতে চাইছেন বেজিং। তবে পুতিন আদৌ চীনে যাবেন কিনা তা নিশ্চিত নয় কিন্তু তার আগে সেপ্টেম্বরে ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। অনেকেই বলছেন তাহলে কি ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন? কিন্তু ভারতে না আসলে চীনেও যেতে পারবেন না পুতিন মনে রাখতে হবে। আর পুতিন চীন সফরের আগে ভারত এলে পিওকে নিয়ে মস্কোর লক্ষণরেখাটা বুঝিয়ে দেবে দিল্লিও। চীন হোক বা ভারত পুতিনের বিদেশ সফর এমূহুর্তে কার্যত অনিশ্চিত কারণ গত মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রাশিয়া ও ইউক্রেন কোনও দেশই আইসিসির সদস্য নয়। তবে আইসিসির অন্তর্ভুক্ত ১২৪টি দেশের যে কোনও দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। তাই গ্রেপ্তারি এড়াতে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে যাননি রুশ প্রেসিডেন্ট। অবশ্য চীন যতই ফাঁদ পাতুক না কেন পুতিনকে ধরে সামলাতে হবে ব্যাটন ভুললে চলবে না ভারত দুঃখের দিনের মস্কোর সাথী৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version