।। প্রথম কলকাতা ।।
Viral Photos : চলতি বছরের শীতটা বেশি জাঁকিয়ে পড়েছে বঙ্গে। সকাল সন্ধ্যায় কুয়াশা ঢাকা রাস্তা চোখে পড়ছে প্রায় প্রতিদিন। এই ঠান্ডায় অবশ্য বরফ দেখার আশায় অনেকেই পাহাড়ি অঞ্চলের পথে পাড়ি দিয়েছেন। শিমলা মানালি যাওয়ার প্ল্যানিং করছেন। কিন্তু ২০২৩ এর জানুয়ারির শীতে তিলোত্তমাই (Snowfall in Kolkata) তো বরফে ঢেকে গিয়েছে। হলুদ ট্যাক্সি থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল এমনকি হাওড়া ব্রিজের আশেপাশেও গুঁড়োগুঁড়ো সাদা বরফ জমে থাকতে দেখা গিয়েছে। বাদ পড়েনি সুদূর দিল্লির ইন্ডিয়া গেট (Delhi India Gate) । এমনকি দিল্লির অলিতে গলিতেও বেশ বরফ জমেছে। শুনে নিশ্চয়ই ভিমড়ি খাচ্ছেন ?
এটা আবার হয় নাকি ! কলকাতা- দিল্লিতে তুষারপাত (Snowfall) আদৌ কি সম্ভব কোনদিন ? এই অসম্ভবকেই তো সম্ভব করে তুলেছেন এক শিল্পী। তাঁর কল্পনা শক্তি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেল বন্ধনে ডিজিটাল তুলিতে বরফে একে তিলোত্তমাকে ঢেকে ফেলেছেন তুষারের চাদরে । ঠিক একই রকম ভাবে তিনি দিল্লিকেও তুষার ঢাকা শহরে পরিণত করেছেন। সোশ্যাল মিডিয়ায় এখন সেই বরফ ঢাকা দিল্লি আর কলকাতার বিভিন্ন জায়গার ছবি ঘুরে বেড়াচ্ছে । আর সেই ছবি পছন্দ করছেন নেটিজেনরা। বুধবার অবশ্য শিল্পী ছবিগুলি পোস্ট করেন আর তারপর থেকেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Photo) ।
ছবিগুলি পোস্ট করার পর শিল্পী অংশুমান ক্যাপশনে লেখেন , ‘ভারী তুষারপাতের সময় নতুন আর পুরনো দিল্লি কেমন দেখতে হবে সবসময় ভাবতাম। আর এখন এটা আমাকে দেখতে সাহায্য করছে এ আই’ । তাঁর শিল্পকর্ম এতোটাই নিখুঁত যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবে হতবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। দেখে যেন মনে হচ্ছে প্রত্যেকটি এক একটা সিনেমার সিন , শ্যুটিং চলছে কোন বিদেশের জায়গায় । কিন্তু সে তো বিদেশ নয়, আমাদেরই তিলোত্তমা আর দিল্লি।
What would Delhi, both New and Old, look like during a heavy snowfall? I have always wondered. And now, AI helped me visualise it. pic.twitter.com/PO1Shtbakq
— Angshuman Choudhury (@angshuman_ch) January 4, 2023
অংশুমান নিজের শিল্পীসত্তার একটা নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ( Social Media) ছড়িয়ে দিতেই এখন সেটাই একপ্রকার ট্রেন্ড হয়ে গিয়েছে। অনেকেই এআই ( AI) ব্যবহার করে নিজের নিজের শহরকে বরফের চাদরে ঢেকে ফেলেছেন। এই যেমন বর্ধমানের (Bardhaman) প্রাণকেন্দ্র কার্জন গেটের বেশকিছু ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে কার্জন গেটের সামনে পুরোপুরি বরফে ঢাকা। সেখানে হাটছে পেঙ্গুইন। আবার বরফে ঢাকা কার্জন গেটের সামনে মোটা পোশাকে হেঁটে চলেছেন বেশ কিছু মানুষ। অর্থাৎ ইচ্ছে মতো নিজের কল্পনার ওপর ভর করে নিজের শহরকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন মানুষ। আর তার সাক্ষী থাকছে আজকের সোশ্যাল মিডিয়া। গ্রীষ্মকালেও অবশ্য এই ধরনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল । যেখানে বিভিন্ন শহরের ঐতিহ্যবাহী জায়গা গুলির সামনে মরুভূমিতে উট চলতে দেখা যায়। তাই একথা অস্বীকার করা যায় না যে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে ‘অসম্ভব’ শব্দটা হয়তো একসময় তার অস্তিত্ব হারিয়ে ফেলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম