।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: হাতে আর মাত্র কয়েকটা দিন সময় বাকি। কারণ তার পরেই রেকর্ডসংখ্যক ভিড় নিয়ে চেনা ছন্দে ফিরে আসবে গঙ্গাসাগর মেলা (GangaSagar Mela 2023)। এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। করোনার (Corona) কারণে বিগত দুটি বছর গঙ্গাসাগর মেলার আয়োজনে একাধিক বিধি নিষেধ ছিল। কিন্তু এই বছর তেমন কোন নিষেধাজ্ঞার কাঁটাতার নেই। তাই প্রস্তুতি তুঙ্গে। সুষ্ঠুভাবে যাতে মেলার আয়োজন করা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ সে কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন। আগামী ৮ তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগরের মেলা। তার আগে ৪ তারিখ অর্থাৎ বুধবার গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের হেলিপ্যাড (Helipad) থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর তিনি সেখানে পৌঁছে হেলিপ্যাডের উদ্বোধন করবেন। আর তারপর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সেরে ফেলবেন বৈঠক। যদিও ইতিমধ্যে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সেগুলি ঠিকঠাক সম্পন্ন হচ্ছে কিনা এবার খতিয়ে দেখার পালা। জানা গিয়েছে বুধবার গঙ্গাসাগর মেলার বৈঠকের পর কপিল মুনির মন্দিরে (Kapil Muni Ashram) গিয়ে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো সারবেন তিনি।
তবে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে একদিনের সফরে যাননি। বুধবার রাত গঙ্গাসাগরেই অতিবাহিত করবেন তিনি। আর তারপর বৃহস্পতিবার গঙ্গাসাগর হেলিপ্যাড থেকে পুনরায় হাওড়ার ডুমুরজোলা হেলিপেডে ফিরে আসবেন। চলতি বছরে পুণ্যার্থীদের ভিড়ে ভাসবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। এমন আশঙ্কা করেই প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষভাবে সচেতন থেকে কাজ করবে পুলিশ প্রশাসন। ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত মিলবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার একাধিক হাসপাতালকেও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগরের মেলা। আর তার আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরের পাড়ি মুখ্যমন্ত্রীর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম