Vehicle Tracking System : শহরে ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যাত্রী নিরাপত্তায় নয়া উদ্যোগ

।। প্রথম কলকাতা।।

Vehicle Tracking System : শহর কলকাতায় যাতে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারী মানুষ নিজেকে নিরাপদ মনে করতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশ (Kolkata Police) সহ রাজ্য পরিবহন দফতরের (West Bengal Transport Department)। এই দুই ক্ষেত্রের মিলিত উদ্যোগে সোমবার শহরে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গাড়ির মধ্যে থাকা ট্র্যাকিং সিস্টেম এবং প্যানিক বাটন অনেক সমস্যার সমাধান করতে পারবে, এমনটাই আশা করা হচ্ছে।

অভিনব এই ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” চারিদিকেই দুষ্টু লোকেরা রয়েছে। তাদের হাত থেকে মা-বোনেদের রক্ষা করতে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হয়েছে “। জানা গিয়েছে এবার থেকে শহরের প্রত্যেকটি কমার্শিয়াল গাড়িতে (Commercial Car) এই লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকবে।একই সঙ্গে বাস এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টে থাকবে প্যানিক বাটান (Panic Button)। এর মাধ্যমে পুলিশ সহজেই ট্র্যাক করতে পারবে যে কোন গাড়ি। কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেই গাড়ি কতদূর গিয়ে পৌঁছালো এবং কোথাও বেশিক্ষণ একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিনা সেটাও জানা যাবে ।

যেই গাড়ি থেকে প্যানিক বাটন পুশ করা হবে ৩০ মিনিটের মধ্যে সেই গাড়ির কাছে চলে আসবে কলকাতা পুলিশ। এই সুবিধাও মিলছে এবার থেকে। পরিবহন দফতর এবং লালবাজারের কন্ট্রোল রুমের মাধ্যমে ওই গাড়িগুলির ট্র্যাকিং ডিভাইসকে (Location Tracking Device) নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও কোন গাড়ি যদি দুর্ঘটনার কবলে পড়ে অথবা কোন যাত্রী যদি নিজেকে অসুরক্ষিত বলে মনে করে তাহলে সে সাথে সাথে তিনি প্যানিক বাটন করতে পারেন। লালবাজার কন্ট্রোল রুমে এর মাধ্যমে সংকেত পৌঁছে যাবে। এবার মহানগরের রাস্তায় বাস এবং ট্যাক্সি অথবা অ্যাপ ক্যাবের মত পাবলিক ট্রান্সপোর্টে বাড়তি সুরক্ষা পাবেন যাত্রীরা। আগামী ৩১ মার্চের মধ্যে প্রত্যেকটি কমার্শিয়াল গাড়িতে প্যানিক বটন এবং লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version