Gita Path: শেষবেলায় কর্মসূচিতে বদল, লক্ষ কণ্ঠে গীতাপাঠে মোদির নয়া ভাবনা

।। প্রথম কলকাতা ।।

Gita Path: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে বসতে চলেছে লক্ষ কন্ঠে গীতাপাঠের আসর। আর সেই আসরে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই কর্মসূচিতে আগাম কাটছাঁটের ভাবনাচিন্তা শুরু হয়েছে। সূচি অনুযায়ী সকাল ১০টা নাগাদ শোভাযাত্রা শুরু হবে। রথে চেপে ‘পার্থসারথি মঞ্চ’-এ নিয়ে যাওয়া হবে ‘গীতানাথ’ এবং দ্বারকামঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীকে। সেখানেই মোদী আসবেন বলে খবর। মোদী মঞ্চে আসবেন সাড়ে ১১টা নাগাদ। জানা গেছে, প্রথমেই হবে আরতি। তারপর হবে নজরুল গীতি পরিবেশন, তার সাথে সাথে সন্ন্যাসীদের মঙ্গলাচারণ। পরবর্তীতে শঙ্করাচার্যের বক্তৃতার শেষে হবে গীতাপাঠ।

ব্রিগেডে গীতাপাঠে ১৮ অধ্যায়ের মধ্যে পাঁচটি বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষে। প্রত্যেকটি শ্লোকের জন্য রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে এক ঘণ্টা সময় মোদী মঞ্চে থাকবেন। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, ঠিক ছিল গীতার মোট ২৩৭টি শ্লোক সমবেত কণ্ঠে পাঠ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ৭৮টি শ্লোক পাঠ না-ও করা হতে পারে। কারণ, অষ্টাদশ অধ্যায় বাদ যেতে পারে শেষ পর্যন্ত। অর্থাৎ পাঠ হবে ১৫৯টি শ্লোক। মোদীর বক্তৃতার পরে সকলেই চলে যেতে চাইবেন। সে কারণেই শেষ অধ্যায়টি বাতিল হতে পারে।

খবর মিলেছে, গীতার পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগের ২০টি শ্লোক আবৃত্তি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চদশ অধ্যায়ে গীতার মূল কথা থাকার কারণে সেটিই পছন্দ মোদীরও। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এক লক্ষ গীতা তৈরি রাখা হয়েছে। তাতে ছাপানো রয়েছে গীতার পাঁচটি অধ্যায়। এছাড়াও ছাপা হয়েছে কাজি নজরুল ইসলামের ‘হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ…’ গানটি । কারণ, ওই দিন ব্রিগেড ময়দানে গীতাপাঠের আগে সমবেত কণ্ঠে পরিবেশিত হবে ওই নজরুল গীতিটিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version